
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : হিন্দি ভাষা নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বুধবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন অমিত শাহ জানিয়েছেন, ‘অন্যান্য আঞ্চলিক ভাষার উপর হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা আমি বলিনি। মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখার জন্য অনুরোধ করেছিলাম। আমি নিজে অহিন্দি রাজ্য গুজরাট থেকে এসেছি। এই বিষয়ে কেউ রাজনীতি করতে চাইলে সেটা তাদের ব্যাপার।
উল্লেখ করা যেতে পারে ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবসের দিন রাজধানী এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানিয়েছিলেন, ভাষার বৈচিত্র থাকার ফলে আমাদের দেশ শক্তিশালী হয়েছে। বিদেশি ভাষা এবং সংস্কৃতির আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে হলে একটি জাতীয় ভাষার একান্ত প্রয়োজন। আগামী বছর হিন্দি সপ্তাহ পালন করারও ডাক দিয়েছিলেন তিনি।

