নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নিয়োগের ক্ষেত্রে নয়া পদ্ধতির পরিকল্পনা করছে রাজ্য সরকার৷ তাতে দুইটি ভাগে শিক্ষকদের নিয়োগ করা হবে৷

প্রত্যন্ত ও অতি প্রত্যন্ত এলাকায় শিক্ষকদের নিয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, অন্তিমবার ২০০৯সালের ২৭ জুলাই নিয়ম পরিবর্তন হয়েছিল৷ কিন্তু, পরিকল্পনার অভাবে উদ্দেশ্য সফল হয়নি৷
তিনি জানান, উচ্চ ও উচ্চ বুনিয়াদি সুকলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া ফর্মূলা নেওয়া হবে৷ সেক্ষেত্রে প্রয়োজনের নিরিখে শিক্ষক নিয়োগ করা হবে৷ বিদ্যালয়গুলিতে বিষয়ভিত্তিক প্রয়োজন অনুসারে শিক্ষক নিয়োগে পরিকল্পনা চলছে৷

