কাকিনাডা (অন্ধ্রপ্রদেশ), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গোদাবরী নদী লঞ্চ ডুবি। নিখোঁজ ৩৫ জন যাত্রী। রবিবার দুপুর ২টো নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। এদিন দুপুরে ৬৫-র বেশি যাত্রী নিয়ে লঞ্চটি দেবীপট্টনমের গান্ডিপোচ্চামা মন্দির থেকে পাপিকোন্ডালুর দিকে যাচ্ছিল সেই সময় প্রায় ৬৫-র বেশি যাত্রী নিয়ে লঞ্চটি গোদাবরী নদীর জলে তলিয়ে যায়।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিখোঁজ ৩৫ জন যাত্রী যার মধ্যে বেশির ভাগ মহিলা ও শিশু । ১৪ যাত্রী সাঁতারকেটে পারে ওঠে। অন্যদিকে মোটর বোট ব্যবহার করে ১০জন যাত্রী টুটুগুণ্টা থেকে উদ্ধার করে উদ্ধারকারি দলের সদস্যরা। রাজাহমুদ্রা থেকে ওএনজিসি হেলিকপ্টার আনিয়ে উদ্ধার কাজ চালানো হয়। দুইটি দলে ভাগ হয়ে এনডিআরএফের জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান বন্যা ও খারাপ আবহাওয়া সত্বেও ফেরি পরিষেবা বজায় রাখার সিদ্ধান্ত নেয় ফেরি মালিকেরা তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তের মনে করা হচ্ছে রয়্যাল ভিসটার এই লঞ্চটি প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি বন্যার জেরে মাঝ নদীতে উল্টে যায়।

