নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : যে দেশে সংখ্যালঘুরা বিপন্ন সেই দেশের মুখে মানবাধিকারের কথা মানায় না। রবিবার পাকিস্তানকে কটাক্ষ করে ট্যুইটে এমনই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশীর সন্ত্রাসবাদের নীতি ছেড়ে দেওয়া উচিত। সন্ত্রাসবাদকে মদত দেওয়া থেকে পিছু না হটলে তাদের (পাকিস্তান) টুকরো টুকরো হওয়া থেকে বিশ্বের কোনও শক্তি আটকাতে পারবে না।

পাকিস্তানের মানবাধিকারের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনাথ সিং একের পর এক টুইট করে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন চলছে। দেশভাগের পরে যারা পাকিস্তানে গিয়েছিল তাদের এখনও সেখানে মুহাজির বলে অপমান করা হয়। যদিও ভারতের প্রত্যেকে নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করে চলেছেন।
ট্যুইটবার্তায় রাজনাথ সিং আরও লেখেন, ভারতের সকল ধর্মের মানুষ একে অপরের সঙ্গে শান্তিতে বাস করছেন, এই বিষয়টি পাকিস্তান পছন্দ করে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে (ভারত) নিজেদের নিরাপদ বোধ করেন। সংখ্যালঘুরা এখানে সর্বদা নিরাপদ ছিল, নিরাপদ রয়েছে এবং আগামীদিনেও থাকবে। অন্যদিকে নিজেদের সুরক্ষা সংখ্যালঘুরা সর্বদা চিন্তিত থাকে পাকিস্তানে, ফলে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির বিষয়টি হজম করতে পারছে না পাকিস্তান। তাঁরা রাষ্ট্রসঙ্ঘেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি জানিয়েছেন যে পাকিস্তানে সিন্ধি, শিখ, বালুচ সম্প্রদায় এবং পাকিস্তানের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যা ঘটছে তা আজ বিশ্ব থেকে গোপন নেই। পাকিস্তান যে রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করছে, তাঁর উচিত আত্মবিন্যাস করা।

