গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে রবিবার সকালে ফের গাঁজা উদ্ধার করেছে জিআরপিএফ। গাঁজা পাচারেরে অভিযোগে আটক করে গ্রেফতার করা হয়েছে উজান অসমের যোরহাট জেলার বাসিন্দা এক যুবককে। ধৃতকে ভাস্কর বরুয়া (২৩) বলে শনাক্ত করা হয়েছে। ভাস্করের বাড়ি যোরহাটের মরিয়নি থানার অন্তৰ্গত ক্যানেডি পার্কে বলে জানা গেছে।

জিআরপিএফ সূত্রে জানা গেছে, আজ সকাল প্রায় ৭.৫৫ মিনিটে ১২৪২৩ নম্বর ডাউন রাজধানী এক্সপ্ৰেস গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আসার পর রুটিন তালাশি চালান রেলপুলিশের জওয়ানরা। তালাশির সময় কামরা বি৮-এর ৪৩ নম্বর আসনের যাত্রী ভাস্কর বরুয়ার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গাঁজাগুলির বাজারমূল্য প্ৰায় ৪০ হাজার টাকা হবে বলে জিআরপিএফ-এর সূত্র জানিয়েছে।
ধৃতের বিরুদ্ধে রেল পুলিশ নিজস্বভাবে এক মামলা রুজু করে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, এর আগে গত ৩০ আগস্ট গুয়াহাটি রেলস্টশনে রূপম মিয়াঁ নামের ত্রিপুরার জনৈক যুবকের হেফাজত থেকে পাঁচ লক্ষ টাকার ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছিল জিআরপিএফ।

