নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ অল ত্রিপুরা এনজিও এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সুকন্তা একাডেমি অডিটোরিয়ামে মাধ্যমিক ড্রপআউট উপজাতি ছাত্রছাত্রীদের সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷

অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন দপ্তরের মন্ত্রী শ্রী জমাতিয়া৷ অল ত্রিপুরা এনজিও এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণমন্ত্রী এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তাদেরকে তুলে এনে উপযুক্ত পাঠদানের মধ্য দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ এক্ষেত্রে সাফল্যের হার ৭০ শতাংশ৷
উপজাতি কল্যাণমন্ত্রী বলেন, উপজাতি এলাকায় শিক্ষা ব্যবস্থা, এখনও সঠিকভাবে সঠিক মানে পৌঁছে দেওয়া যায়নি৷ ফলে ড্রপআউটের সংখ্যা বাড়ছে৷ ড্রপআউট ছাত্রছাত্রীরাও যাতে সাফল্য পেতে পারে সেজন্যই ড্রপআউট সেন্টারের মাধ্যমে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছে ড্রপআউট সেন্টারগুলো৷ এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে উল্লেখ করেন উপজাতি কল্যাণমন্ত্রী৷ এ ধরনের উদ্যোগকে সরকার প্রয়োজনীয় সাহায্য করবে বলেও তিনি আশ্বস্ত করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা, বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

