কলেজে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্ঢেম্বর ৷৷ কলেজ চত্বরে ঢুকে ছাত্রীদের উক্ত্যক্ত করতে গিয়ে ছাত্রদের গণধোলাইয়ে গুরুতর যখম এক বহিরাগত যুবক৷ অভিযুক্ত যুবকের নাম সুব্রত চক্রবর্তী৷ বাড়ি খোয়াই এর তাঁত চৌমুহনী এলাকায়৷ ঘটনাটি ঘটে বুধবার খোয়াই দশরথ দেব ম্যামোরিয়াল কলেজে৷ ঠিক বেলা তিনটা নাগাদ কলেজ কমপ্লেকে৷ ঢুকে পড়ে বহিরাগত দুই যুবক৷


তারা কলেজে ঢুকে ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে থাকে এবং দুইজনের মধ্যে একজন মোবাইলে ছাত্রীদের ছইব তুলতে শুরু করে৷ বিষয়টি নজরে পড়ে কলেজে ছাত্রদের৷ তারা দুই যুবককে আটক করতে গেলে তখন তারা পালিয়ে যাবার চেষ্টা করে৷ ছাত্ররা ওই দুই যুবকের পিছু ধাওয়া করে, এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও সুব্রত চক্রবর্তী নামের যুবক ছাত্রদের হাতে ধডা পড়ে যায়৷


তখন ছাত্ররা তাকে ধরে বেশ উত্তম মধ্যম দে?৷ এই নিয়ে কলেজ চত্বরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ যদিও পরবর্তী সময়ে অধ্যক্ষ অমিয় পাল এর হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়৷ এবং ধৃত যুুবককে ছাত্রদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উনি উনার কক্ষে নিয়ে বসান৷ শেষে অধ্যক্ষ খোয়াই থানায় খবর পাঠালে পুলিশ এসে ধৃত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷