নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা পিতাব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ সেপ্ঢেম্বর ৷৷ সামাজিক অবক্ষয়ের অন্যতম নিদর্শন৷ নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা পিতার৷ এই সমাজ এরকম কলঙ্ক আর কত গ্রহণ করবে? নিজ ঘরেই যখন মেয়েরা সুরক্ষিত নয় তখন বাইরে তাদের নিরাপত্তা দেবে কে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ণ৷

ঘটনার বিবরণে প্রকাশ – কদমতলা থানা এলাকার বাসিন্দা মুকুব আলী (৩৯) পিতা মৃত মুছবিবর আলী তার ১৫ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা করে৷বছর তিনেক আগে মেয়েটির মা মারা যায় তখন মুকুব দ্বিতীয় বিবাহ করে৷প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই মেয়েটির উপর তার কো নজর ছিল৷ শরীরের বিভিন্ন জায়গায় সে হাত দিত এবং প্রতিনিয়ত তার শ্লীলতাহানির চেষ্টা করতো বলে অভিযোগ৷কয়েকদিন আগে মুকুব তার নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টা করে৷এরপর মেয়েটি তার মামার বাড়িতে চলে যায়৷মামার বাড়িতে গিয়ে মামিকে সব খুলে বলার পর সেখান থেকেই চাইল্ড লাইনে অভিযোগ করা হয়৷ সেই অভিযোগের কপি কদমতলা থানায় আসে৷

সোমবার গভীর রাতে কদমতলা থানার পুলিশ দুশ্চরিত্র লম্পট পিতা নামের কলঙ্ককে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে৷এই ঘটনার মামলা নাম্বার হল জ্ঞঙ্গজ্র/ঞ্ঝছ/৫৫/১৯ , ড্ডছ:–৩৫৪ জ্জঞ্ঝঙ্খ ,৮ ঞ্ঝঞ্জছঙ্খঞ্জ ঙ্ঙ্খট ২০১২,
এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান সোমবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মামলার তদন্ত চলছে৷ বুধবার কদমতলা থানা অভিযুক্তকে আদালতে প্রেরণ করেছে৷একই দিনে সৎ পিতা ধারা নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছিল কদমতলা থানা এলাকায়৷ একের পর এক এধরনের ন্যাক্কারজনক ঘটনা সামাজিক অবক্ষয়ের উৎকৃষ্ট উদাহরণ৷