
শিমলা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবাসীয় ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ ও জম্মু। শিমলার আবহাওয়া দফতরের অধিকর্তা মনমোহন সিং জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।
এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই কম্পনের কেন্দ্র ছিল হিমাচল প্রদেশের চাম্বা জেলা। কম্পনের জেরে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। যদিও হতাহতের কোনও খবর নেই। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত প্রশাসন।
পরে সকাল ৮টা ৪মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও হিমাচলপ্রদেশের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিশেষজ্ঞরা জানিয়েছেন দুইটি ভূমিকম্পই মাঝারি মানের। জনমানসে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে।

