ইসরোকে কুর্ণিশ নাসার

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (হি.স.): ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কুর্ণিশ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে পাশাপাশি অনন্ত মহাকাশের গোপন রহস্য উদঘাটনের জন্য ইসরোর সঙ্গেএকযোগে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছে নাসা। 

চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে অবতরণ করাতে চেয়েছিল ইসরো। কিন্তু অবতরণের কিছু সময় আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় যায়। কিন্তু ইসরো তরফে জানানো হয় চন্দ্রযান-২ মিশন ৯৫ শতাংশ সফল হয়েছে। ইসরোর এই প্রচেষ্টাকে কুর্ণিশজানিয়ে নাসা নিজেদের ট্যুইটবার্তায় লিখেছে, মহাকাশটা বড্ড কঠিন। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ মিশনকে অবতরণ করানোর চেষ্টা করেছে ইসরো, সেটাকে কুর্ণিশ জানাই। তোমাদের পথচলা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীদিনে সৌরজগতকে আরও বেশিআবিষ্কার করার সঙ্গী হতে পারি আমরা।

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, ‘চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল আমাদের| লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না| আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই| আমাদের কেউ রুখতে পারবে না|’

গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘জীবনে ওঠা-নামা তো থাকেই। এই পাওনাও সামান্য নয়। দেশবাসী আপনাদের (ইসরো-র বিজ্ঞানী) প্রতি গর্বিত। আপনাদের অভিনন্দন। দেশ, বিজ্ঞান এবংমানবজাতির স্বার্থে বিরাট বড় কাজ করেছেন আপনারা। আপনাদের পাশে সর্বদা আছি, সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন।’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের বিজ্ঞানীদের প্রতি আমরা গর্বিত! তাঁরা নিজেদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেনএবং দেশকে গর্বিত করেছেন। ইসরো-র চেয়ারম্যান প্রতি মুহুর্তের আপডেট দিয়েছেন। আমরা আশাবাদী ছিলাম এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা আরও কঠোর পরিশ্রম করবো।’