![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/15001500-5b429a6785f04b90b0ab3322dd799463-handcuffs-920c.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় গত দেড় বছরে নেশা বিরোধী অভিযানে ৫৭ কোটির অধিক নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ শুধু তা-ই নয়, ওই সময়ের মধ্যে এক নেশা কারবারির শাস্তি হয়েছে এবং ২০১ জন বর্তমানে জেলা হাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন৷
ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই নেশামুক্ত রাজ্য গড়ে তোলার স্লোগান দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কড়া নির্দেশে পুলিশ প্রশাসন লাগাতার নেশা বিরোধী অভিযান শুরু করে৷ তাতে, প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয় এবং বহু নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়ে৷ এমন-কি, নেশা কারবারিদের সাথে অতীতে যোগসাজশের জন্য কয়েকজন পুলিশ আধিকারিকও বরখাস্ত হয়েছেন৷
রাজ্যে ২০১৮ সালের মার্চ থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত গাঁজা-সহ অন্যান্য নেশাকারবারির বিরুদ্ধে ৫৯৫টি মামলা হয়েছে৷ বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের দেওয়া তথ্যে এই খবর মিলেছে৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ত্রিপুরায় দেড় বছরে ১,০২৬ জন অবৈধ নেশা কারবারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে৷
স্বরাষ্ট্র দফততরের দেওয়া তথ্যে আরও জানা গেছে, ওই নেশা কারবারিদের মধ্যে বর্তমানে একজনের শাস্তি হয়েছে৷ তাছাড়া, আরও ২০১ জন বর্তমানে জেল হাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে আদালতে বিচার চলছে৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ত্রিপুরায় গত দেড় বছরে উদ্ধার হয়েছে ৭৫,৭৪৩ কেজি ১৭২ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য ৩৭ কোটি ৮৭ লক্ষ ১৫ হাজার ৮৬০ টাকা, কডেইন বেজড কফসিরাপ ১ লক্ষ ৭৭ হাজার ৪৩৫ শিশি যার বাজারমূল্য ২ কোটি ৪৮ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা, ট্যাবলেট ২০ লক্ষ ৫৯ হাজার ৯৪টি যার বাজারমূল্য ১০ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা এবং হেরোইন ও ব্রাউন সুগার ৬ কেজি ৭৩১ গ্রাম ও ৫,৮১৭ মিলিগ্রাম যার বাজারমূল্য ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৮১৭ টাকা৷
তাতে সর্বমোট ৫৭ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ২৭৭ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, আগামীদিনে নেশা বিরোধী অভিযান আরও কঠোর করা হবে৷ তাছাড়া, পুলিশ প্রশাসনের কেউ নেশা কারবারিদের সাথে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র দফতর৷