প্রতিশ্রুতিমান কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থার অভিযোগ কোচকে বরখাস্ত করল এসএফআই

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : বাংলার প্রতিশ্রুতিমান কিশোরী সাঁতারু’র অভিযোগের ভিত্তিতে গোয়া’র সুইমিং অ্যাসোসিয়েশনের কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করল সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া(এসএফআই)৷ শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় দেশের সর্বোচ্চ সুইমিং নিয়ামক সংস্থা৷ কুর্কীতি সম্পন্ন এই সুইমিং কোচ দেশের কোথায় যাতে কোচিং করাতে না পারে তার নির্দেশও দিয়েছে এসএফআই৷

কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সাহায্য প্রার্থনা করেছিল বাংলার এক প্রতিশ্রুতিমান কিশোরী সাঁতারু। গত ছ’মাস ধরে গোয়ায় এই বাঙালি কোচ ওই সাঁতারুর সঙ্গে অশালীন আচরণ করত বলে অভিযোগ। শেষমেশ লুকিয়ে রাখা মোবাইলে কোচের যৌন হেনস্থার ভিডিও তুলে তা প্রকাশ্যে এনে ‘সাহায্য’ চাই বাংলার এই কিশোরী সাঁতারু।

সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর আসরে নামেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু৷ বৃহস্পতিবারই একাধিক টুইট করে তাঁর মতামত জানিয়ে দেন তিনি৷ টুইটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমি কড়া পদক্ষেপ করেছি। গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন ওই কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের চুক্তি বাতিল করেছে। সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়াকে জানিয়েছি, সুরজিৎ যেন দেশের কোথাও চাকরি না পায়। ফেডারেশন এবং দেশের সর্বক্ষেত্রে তা প্রযোজ্য।’ এছাড়াও স্পোর্ট অথরিটি অভিযুক্ত কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী৷

ক্রীড়ামন্ত্রীর এই টুইটের পর নড়েচড়ে বসে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া৷ শুক্রবার এক বিবৃতিতে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া জানায়, ‘সোশাল মিডিয়া ও গোয় ইউনিটের রিপোর্টের ভিত্তিতে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷ কোনও কোচের এ হেন আচরণ অত্যন্ত নিন্দনীয়৷ দেশের ক্রীড়াক্ষেত্রে এই রকম ঘটনা মেনে নেওয়া যায় না৷ এই নিয়ম দেশের ২৯টি রাজ্যেই প্রযোজ্য৷’

অভিযুক্ত বাঙালি কোচকে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারা ধর্ষণ, ৩৫৪ ধারায় শ্লীলতাহানী এবং শিশুদের সঙ্গে যৌন নিপিড়নের জন্য পকসো আইনেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *