নিয়ন্ত্রণরেখায় দুই হাজার জওয়ান মোতায়ন পাকিস্তানের, সতর্ক ভারত

জম্মু, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ৩৭০ ধারা বিলুপ্তি পর থেকে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে পরিস্থিতি অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তারা নিরবিচ্ছিন্ন ভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় দুই হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ছাউনি তৈরি করেছে এই দুই হাজার পাকিস্তানি সেনা জওয়ান।

জম্মু এবং কাশ্মীরের পুঞ্চের বাঘ এবং কোটলি সেক্টরের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর এই ব্রিগেডটিকে দেখা গিয়েছে।  এই ব্রিগেডের ২০০০ এরও বেশি সৈন্য রয়েছে বলে মনে করছে প্রশাসনিক আধিকারিকেরা।  পাকিস্তান এই দুই হাজার সেনা জওয়ানকে জয়শ-ই-মহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বা জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য ব্যবহার করতে পারে বলে মনে করছে ভারতের প্রশাসনিক আধিকারিকেরা।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ভারতীয় সেনা বারমুল্লা থেকে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার দু’জন পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে।  এ ছাড়া সাম্প্রতিক সময়েও লস্কর ও জয়েশ জঙ্গিদের পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা তা বারেবারে ব্যর্থ হয়েছে।  

উল্লেখ করা যেতে পারে ৩৭০ ধারা বিলুপ্তির হওয়ার পর প্রায় ১০০ এসএসজি কম্যান্ডো মোতায়েন করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।