ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মহিলার অর্ধনগ্ণ মৃতদেহ উদ্ধার, ধৃত দেবর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ সেপ্ঢেম্বর৷৷ নিজের বাড়ির এক কোঠা থেকে জনৈক মহিলার অর্ধনগ্ণ মৃতদেহ উদ্ধারের ঘটনার চাম্পাহাওর থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, মৃত মহিলার নাম মনিষা দেববর্মা৷ বয়স আনুমানিক ৩৭ বছর৷ স্বামীর নাম রাজেশ দেববর্মা৷


স্থানীয় সূত্রের খবরে জানা গেছে, কৃষ্ণা দেববর্মার দুটি ছোট শিশুসন্তান আছে৷ কর্মসূত্রে তার স্বামী বেঙ্গালুরু থাকেন৷ আজ মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে ফাঁস জড়ানো অর্ধনগ্ণ অবস্থায় তাঁর ঘরের সোফা সেটের পাশ থেকে উদ্ধার হয় কৃষ্ণা দেবীর মৃতদেহ৷ প্রথমে প্রতিবেশীরা মহিলার দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ প্রাথমিক তদন্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷


পুলিশ মহিলার মৃত্যু সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানাতে পারেনি৷ তবে তাঁদের ধারণা মহিলাটি খুন হয়েছেন৷ নিছক আত্মহত্যা কি না তা-ও তদন্ত সাপেক্ষ, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে, একটি সূত্রে জানা গিয়েছে মনিষা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক ছিল তার দেবর সুজিত দেববর্মার৷ সুজিত কলেজে পড়াশুনা করে৷ পুলিশ সুজিতকে জেরা করেছে থানায় নিয়ে গিয়ে৷