শান্তিরবাজারে দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ সেপ্ঢেম্বর ৷৷ সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অলইছড়া বাজার সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনা ঘটেছে৷ শান্তিরবাজার হর্টিকালচারে কর্মরত দুইজন কর্মী টিআর০১-জে-০৩২৮ নাম্বারের গাড়ি করে আগরতলা থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওনা হলে অলইছড়া বাজার সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় গাড়িতে থাকা ভরেন চক্রবর্তী (৬০) নামে এক ব্যক্তি আহত হয়৷


অপরদিকে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মা (৫০) অল্পবিস্তর আহত হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজারের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ এই দুর্ঘটনা সম্পর্কে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মার কাছে জানতে চাইলে তিনি কোন প্রকার সদ উত্তর দিতে পারেননি৷ ঘটনাস্থলে উপস্থিত লোকমুখে গুঞ্জন শোনা যাচ্ছিলো গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিলো, আর চালকের অসাবধানতার কারণেই গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা দেয়৷ এনিয়ে লোকজনের মনে নানা প্রশ্ণ জাগছে৷


সকলের মনে একটাই প্রশ্ণ উকিঝুঁকি মারছে গাড়ি চালক হিরেন্দ্র দেববর্মা আদৌও কি সুস্থ অবস্থায় ছিলো? উনার এই ধরনের অসাবধানতার কারণে আরো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে অভিমত ব্যক্ত করছেন শান্তিরবাজারের লোকজন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে পুলিশ৷