ত্রিপুরায় এনআরসি কেন্দ্র এখনও কিছু ভাবেনি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ এনআরসি নিয়ে ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও কোনও কিছুই ভাবেনি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথায় এমনটাই মনে হয়েছে৷ তাঁর দাবি, এনআরসি চালু করার আগে রাজ্যের মতামত নেবে কেন্দ্রীয় সরকার৷ বর্তমানে ত্রিপুরায় এনআরসি বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানী চলছে৷ তাই এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়৷ আজ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে মধ্যাহ্ণ বিরতিতে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে এ-কথা জানান তিনি৷ তিনি আরও জানান, যদি ভারত সরকার এ-বিষয়ে আলোচনা করে তবে তিনি সংবাদ মাধ্যমকে তা জানাবেন৷ এতে গোপনীয়তার কোনও অবকাশ নেই৷


প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপূর্ব ভারতের অসমে এনআরসি চালুর পর থেকে ত্রিপুরায়ও এনআরসি চালুর জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবিশেষের তরফে দাবি উঠেছে৷ এমন-কি দেশের সবর্োচ্চ আদালতে এই দাবিতে মামলা করা হয়েছে৷


ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিমকোর্টে তিনটি মামলা করা হয়েছে৷ প্রথম মামলাটি করেছেন ত্রিপুরা পিপলস ফ্রন্ট (টিপিএফ)-এর সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া৷ অপর মামলা করেছেন তিনজন মিলে৷ এঁরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা, প্রাক্তন জঙ্গি সংগঠন টিএনভি নেতা তথা ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইএনপিটি)-র সভাপতি বিজয়কুমার রাংখল এবং অপর এক প্রাক্তন জঙ্গি এটিটিএফ নেতা রঞ্জিত দেববর্মা৷ এনআরসি নিয়ে তৃতীয় ও শেষ মামলাটি করা হয়েছে একটি এনজিও-র তরফে৷


এখন দেখার বিষয়, দেশের সবর্োচ্চ আদালত এ-বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারই বা কী অভিমত ব্যক্ত করে৷