তালিবান-উপদ্রব বেড়েই চলেছে আফগানিস্তানে : কাবুলের পিডি৯-এ গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, জখম কমপক্ষে ৫০ জন

কাবুল, ৩ সেপ্টেম্বর (হি.স.): তালিবান-উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে আফগানিস্তানে। তালিবান সন্ত্রাসবাদীদের হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলের পিডি৯-এ (পুলিশ জেলা ৯) গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। আফগানিস্তানের সময় অনুযায়ী, সোমবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গ্রীন ভিলেজের কাছে কাবুলের পিডি৯ এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে কেঁপে ওঠে কাবুল শহরের বিভিন্ন অঞ্চল। 


আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমী জানিয়েছেন, সোমবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) গ্রীন ভিলেজের কাছে কাবুলের পিডি৯ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের এবং জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমী আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

তবে, গ্রীন ভিলেন কম্পাউন্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের কয়েকঘন্টা পরই গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন। তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদেশি বাহিনীই মূলত নিশানায় ছিল। প্রসঙ্গত, গ্রীন ভিলেজ আবাসিক এলাকায় বিভিন্ন দফতর এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিদেশি নাগরিকদের বসবাস।