যন্তরমন্তরে রাজ্যের এসটি কংগ্রেসের ধর্ণা আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ দিল্লীর যন্তর মন্তরে এস টি কংগ্রেসের এক ধর্না কর্মসূচি হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তিনি ধর্নায় বক্তব্য রেখে গিয়ে বলেন, কেন্দ্রিয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে এ ডি সি’র উন্নয়নের জন্য সরাসরি অর্থ প্রদান করার৷ ত্রিপুরা রব্জ্যের উপজাতি এলাকায় হাসপাতাল আছে কিন্তু চিকিৎসক নেই৷

সুকল থাকলেও সঠিক শিক্ষার পরিকাঠামো নেই এবং বেকারের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে৷ এটা পরিলক্ষিত হচ্ছে এই বর্তমান সরকারের আমলে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তবে তিনি এইদিন এন আর সি প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোন রং, ভাষা, জাত দেখা হচ্ছে না৷ এন আর সি হল যারা দেশের নাগরিক তারা দেশের নাগরিকই৷ আর যারা দেশের নাগরিক নয় তাদের চিহ্ণিত করা হচ্ছে৷ তবে দিল্লীর যন্তর মন্তরে এস টি কংগ্রেস দলের ধর্না কর্মসূচি কিন্তু রাজনৈতিক মহলের অন্দরে নয়া সমীকরণ সৃষ্টি করল বলে মত রাজনৈতিক মহলের৷