যশস্বিনী সিং দেশোয়ালের হাত ধরে শুটিং বিশ্বকাপে ভারতের ঘরে এল তৃতীয় সোনা

রিও ডি জেনেইরো, ১ সেপ্টেম্বর (হি.স.) : যশস্বিনী সিং দেশোয়ালের হাত ধরে রিও ডি জেনেইরোয় শুটিং বিশ্বকাপে ভারতের ঘরে এল তৃতীয় সোনা। চতুর্থদিন মেয়েদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জয়ের সঙ্গে নবম ভারতীয় শুটার টোকিও অলিম্পিকের যাওয়ার সুযোগ নিশ্চিত করলেন হরিয়ানার ২২ বছরের এই শুটার।

তৃতীয় শুটার হিসেবে সোনা জয়ের পথে যশস্বিনী এদিন পিছনে ফেলে দেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক সোনাজয়ী ইউক্রেনের ওলেনা কোস্তেভিচকে। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেই এদিন ফাইনালের যোগ্যতা অর্জন করেন হরিয়ানার তরুণী। এতটুকু ফোকাস না হারিয়ে ফাইনালেও কার্যসিদ্ধি করে যান যশস্বিনী। সোনা জয়ের পথে এদিন ২৩৬.৭ পয়েন্ট স্কোর করেন ভারতীয় শুটার। অনেকটাই পিছনে শেষ করেন দ্বিতীয়স্থানে থাকা বিশ্বের পয়লা নম্বর কোস্তেভিচ (২৩৪.৮)। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিয়েছেন সার্বিয়ার জাসমিনা মিলোভানোভিচ। ফাইনালে তাঁর সংগৃহীত পয়েন্ট ২১৫.৭।

এর আগে রিও’র বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সোনা জিতেছেন অভিষেক বর্মা ও এলাভেনিল ভালারিভান। ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনাজয়ী অভিষেক যদিও টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছিলেন আগেই। তবে মেয়েদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেও অলিম্পিক কোটা নিশ্চিত করতে পারেননি ভালারিভান। যশস্বিনী দেশয়ালের আগে রিও বিশ্বকাপের মঞ্চ থেকে ২০২০ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন সঞ্জীব রাজপুত। বৃহস্পতিবার ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টে রুপো জিতে টোকিও যাত্রা নিশ্চিত করেছেন দু’বারের অলিম্পিয়ান সঞ্জীব।

উল্লেখ্য ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে অভিষেক বর্মার সোনা জয়ের পাশাপাশি ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ চৌধুরি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *