![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/football-fiesta-salisbury.jpg)
ম্যাঞ্চেস্টার, ১ সেপ্টেম্বর (হি.স.) : প্রিমিয়র লিগের চতুর্থ ম্যাচে বড় জয় তুলে নিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধে এমেরিক ল্যাপোর্টের চোট পেয়ে মাঠ ছাড়ায় ম্যাচ শেষেও উদ্বিগ্ন ছিলেন ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।
বোর্নমাউথ ম্যাচের পর ফের জোড়া গোল সার্জিও আগুয়েরোর। সেই সুবাদে ঘরের মাঠে শনিবার ব্রিটন অ্যান্ড হোভ অ্যালিবিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্কাই ব্লুজ’রা। যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটে এদিন গোলের দরজা খোলেন কেভিন ডি ব্রুয়েনা। ক্লাবের জার্সিতে ৪০১তম ম্যাচ খেলতে নামা দাভিদ সিলভার ঠিকানা লেখা মাইনাস থেকে সহজেই স্কোরলাইন ১-০ করেন বেলজিয়ান মিডিও। এরপর গোলের খাতায় নাম তুলে ফেলতে পারতেন সিলভা নিজেও। কিন্তু ৩০ মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়েও ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন স্প্যানিশ মিডফিল্ডার। ৩৩ মিনিটে বিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে হাঁটুর চোটে মাঠ ছাড়েন ল্যাপোর্তে।
ম্যাচ চলাকালীনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ৪২ মিনিটে মাহরেজ, ডি ব্রুয়েনা ও আগুয়েরোর একটি দুরন্ত মুভমেন্টে খুলে যায় দ্বিতীয় গোলের দরজা। এক্ষেত্রে ব্রুয়েনার ফাইনাল পাস থেকে জোরালো শটে ২-০ করেন আর্জেন্তাইন স্ট্রাইকার। বিরতির পর প্রথম ইতিবাচক সুযোগ এসেছিল ব্রিটনের কাছে। কিন্তু ল্যাপোর্তের পরিবর্ত ফার্নান্দিনহোর তৎপরতায় রক্ষা পায় সিটি। ৫৫ মিনিটে ফের একবার নিজের জাত চেনান আর্জেন্তাইন স্ট্রাইকার। বক্সের সামান্য বাইরে থেকে দুরন্ত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোল এনে দেন আগুয়েরো। জোড়া গোলের পর ৭৯ মিনিটে গোল করাতে সাহায্য করেন আগুয়েরো। এই জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে চার ম্যাচ পর দ্বিতীয়স্থানে সিটি।
তবে সিটি জয় পেলেও লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনের কাছে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১০ মিনিটে ড্যানিয়েল জেমসের গোলে এগিয়ে গিয়েও টানা তৃতীয় ম্যাচে জয় অধরা রইল রেড ডেভিলসদের। ৫৮ মিনিটে ম্যাচে সমতায় ফিরলেও কেভিন দানসো লাল কার্ড দেখায় ৭৩ মিনিটে দশজনে হয়ে যায় সাউদাম্পটন। ফলে বেশ কিছুটা সময় বিপক্ষকে দশজনে পেয়েও জয় তুলে নিতে ব্যর্থ হয় সোল্কজায়েরের ছেলেরা।