শ্রীনগর, ৩১ আগস্ট (হি. স.) : জম্মু ও কাশ্মীরে তিনটি পৃথক ঘটনায় জলের নিচে তলিয়ে গেল ৩ শিশু সহ পাঁচজন। এব্যাপারে শনিবার পুলিশ জানিয়েছে, উধমপুর এবং রাজৌরি জেলার তিনটি পৃথক দুর্ঘটনায় ৫ জনের ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে, এদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণের জেরে রাজ্যে বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়ে এই বিপত্তি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
উধমপুর জেলার ধীরমা নদীর অদূরেই একটি বস্তিতে বসবাসকারী জন্মসূত্রে রাজস্থানী প্রীতি (৪) এবং জ্যোতি (৫) নামের দুই নাবালিকা ধীরমা নদীতে ভেসে যায়। নিজেদের ঝুপড়ির বাইরে খেলার সময় শুক্রবার জলের তোড়ে ভেসে যায় ওই দুই শিশু। শিশুদুটির খোঁজ চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। অপর একটি ঘটনায় উধমপুর জেলাতেই রোহিত কুমার নামে বছর ১১র এক নাবালক স্নান করতে গিয়ে গারনাই নদীতে ডুবে যায়। রোহিতের দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। অন্যদিকে, রাজৌরি জেলায় ঝুল্লা ব্রিজের কাছে মানোয়ার নদীতে বাসন ধুতে গিয়ে প্রবল স্রোতের টানে তলিয়ে যান সোনিয়া (২৫) এবং মঞ্জু (৩০) নামে দুই রাজস্থানী গৃহবধূ। নদীর তীরে একটি বস্তিতে তাঁদের বাড়ি। এদিন তলিয়ে যাওয়া ওই দুই বধূর নিথর দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।