নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.) : মুষড়ে পড়া দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ইউনাইটেড ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণার ফলে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে হবে ১২টি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/nirmala-sitharaman.jpg)
অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ হবে। প্রতিটি ব্যাংকেই আর্থিক সাহায্য করবে সরকার। এর জন্য মোট ৫৫,২৫০ কোটি খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করতে একটি বড় ব্যাঙ্কের সঙ্গে একাধিক ছোট ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার নীতি নিয়েছে কেন্দ্র। তারই অঙ্গ হিসেবে আজ অর্থমন্ত্রীর ঘোষণা, মিশে যাচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক। সংযুক্তিকরণের পরে ব্যবসার অঙ্কের নিরিখে নতুন ব্যাঙ্কটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম।
এছাড়াও ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংকের সংযুক্তিকরণের ফলে মোট ১৪.৫৯ কোটির ব্যাংকিং ব্যবসা মিশে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মিশে যাচ্ছে কানাড়া ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংকও। এই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের ফলে ১৫.২০ লাখ কোটির ব্যবসা-সহ সৃষ্টি হবে ব্যবসার নিরিখে দেশের চতুর্থ বৃহত্তম ব্যাংক।
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংকের সংযুক্তিকরণের ফলে গঠন করা হবে পঞ্চম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইন্ডিয়া ব্যাংক ও এলাহাবাদ ব্যাংকের সংযুক্তিকরণের মাধ্যমে সপ্তম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হবে। এছাড়াও ব্যাংকগুলিকে চিফ রিস্ক অফিসার নিয়োগ করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চিফ রিস্ক অফিসারের কাজ হবে, বাজার দর বুঝে ঋণ সংক্রান্ত পরামর্শ দেওয়া। এছাড়াও ২৫০ কোটির বেশি ঋণের ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে নজর রাখা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।