জম্মু, ২৯ আগস্ট (হি.স.): ধীরে ধীরে হলেও, স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর। কারফিউ উঠে গিয়ে স্কুল-কলেজ খোলার পর এ বার জম্মু রিজিওনের পাঁচটি জেলায় চালু হল মোবাইল ফোন পরিষেবা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2014/04/jk.jpg)
বৃহস্পতিবার সকাল থেকে জম্মু রিজিওনের পাঁচটি জেলা, যথাক্রমে-ডোডা, কিশত্বর, রামবান, রাজৌরি এবং পুঞ্চ-এ চালু হয়েছে মোবাইল ফোন পরিষেবা।
৩৭০ ধারা রদের প্রাক-মুহূর্তে, গত ৫ আগস্ট থেকে নিরাপত্তার কারণে গোটা জম্মু ও কাশ্মীরে টেলিফোন ও সব রকমের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মোবাইলে ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। এবার জম্মু রিজিওনের পাঁচটি জেলায় চালু হল মোবাইল ফোন পরিষেবা। মোবাইল ফোন পরিষেবা স্বাভাবিক হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জম্মুর মানুষজন।