![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Tripura-Police.jpg)
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/কুমারঘাট, ২৮ আগস্ট ৷৷ নেশার স্বর্গপুরিতে পরিণত হয়েছে রাজ্য৷ এই নেশার স্বর্গপুরিকে ধবংস করতে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ময়দানে ঝাপিয়ে নেশা সামগ্রী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েছে রাজ্যের প্রতিটি থানার পুলিশ৷ এককথায় বলতে গেলে রাজ্যের এক থানা থেকে অন্য থানায় চলছে নেশা সামগ্রী উদ্ধারের প্রতিযোগিতা৷ গোপন সংবাদের ভিত্তিতে টাকারজলা থানার পুলিশ থানার অধীন জাবড়া পাড়া এলাকা থেকে দুই যুবককে আটক করেছে বুধবার সন্ধ্যায়৷ তাদের কাছ থেকে ৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে৷
সেই সাথে নগদ ৫৫ হাজার টাকা ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে৷ তারা হল সুদীপ দেববর্মা এবং ধনঞ্জয় দেববর্মা৷ টাকারজলা থানা থেকে ধৃতদের বিশালগড় থানায় পাঠানো হয় হেপাজতে রাখার জন্য৷
এদিকে, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং ঊনকোটি জেলার পেঁচারথল থানার পুলিশকে সাথে নিয়ে পেঁচারথল থানার সিদংছড়া এলাকায় ওৎ পেতে রাত আনুমানিক ১০.৩০ নাগাদ আগরতলা থেকে গুয়াহাটিগামী এইচআর-৫৫ওয়াই-৭১৫৪ নম্বরের বহির্রাজ্যের একটি ১০ চাকার লরিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হন৷ তবে পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়েও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় এই নিয়েই উঠতে শুরু করেছে নানান প্রশ্ণ৷
কিন্তু গাড়ির সহ চালক উত্তরপ্রদেশের শ্রীদেব নারায়ণ এবং অপর ব্যক্তি পাটনার বাসিন্দা প্রদীপ কুমার সিংকে আটক করে নিজেদের বীরত্ব জাহির করল রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশ৷ ধৃত প্রদীপ কুমার সিং গাঁজা কারবারের সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান৷ উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং৷ পুলিশ সূত্রে জানা গেছে মালগুলি আগরতলার আমতলি থেকে বোঝাই করা কার্টোনের লোড গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল৷ এ বিষয়ে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ৷