![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/IMG-20190828-WA0139-1024x768.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জিরানীয়া ব্লকস্থিত গ্রামোন্নয়ন দপ্তরের নবগঠিত জিরানীয়া মহকুমা কার্যালয়ের দ্বারোদঘাটন হয়৷ দ্বারোদঘাটন করেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. সন্দীপ এন মাহাত্মে, তত্ত্বাবধায়ক বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা, জিরানীয়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রতীম দেবনাথ প্রমুখ৷
আলোচনাকালে উপ মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের উন্নতি হলেই রাষ্ট্র, সমাজ ও মানুষের উন্নতি হবে৷ তাই বর্তমান সরকার গ্রামের উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে৷ ইতিমধ্যে গ্রামীণ বিকাশকে ত্বরান্বিত করার জন্য গ্রামোন্নয়ন দপ্তরের ২৩টি নতুন মহকুমা কার্যালয় গঠিত হয়েছে৷ এতে প্রশাসনিক কাজ আরো ত্বরান্বিত হবে৷ বর্তমান সরকার প্রশাসনকে মানুষের আরো কাছে নিয়ে যাবে৷ রাজ্যের প্রতিটি মানুষ যেন প্রশাসনের সব সুুযোগ সুুবিধা ভোগ করতে পারে তারজন্য সরকার অঙ্গীকারবদ্ধ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে বলেন, গ্রামে গ্রামে স্বরাজ ও সুু-রাজ আনতে হবে৷
সেই লক্ষ্যে বর্তমান ভারত সরকার কেন্দ্রীয় বাজেটের ১০০ টাকার ৭০ টাকা গ্রামোন্নয়নে ব্যয় করছে৷ তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের জন্য একযোগে এগিয়ে আসার আহ্বান জানান৷ তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক সুুশান্ত চৌধুরী ও বিধায়ক রতন চক্রবর্তী৷ স্বাগত ভাষণ রাখেন দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা৷ গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই দ্বারোদঘাটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানীয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান ম’ দাস৷