![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ তেলিয়ামুড়ায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি লারিকে পেছন দিক থেকে আসা অপর একটি লরি এসে ধাক্কা দেওয়ায় লরির সহচালক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম মঙ্গল হরি জমাতিয়া৷ তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷
পথ দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁলিয়েছে৷ গতকাল রাত সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া শহরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে দাড়িয়ে থাকা, একটি লরিকে পেছন দিক থেকে আসা অপর একটি লরি ধাক্কা দেয়৷
তাকে লরিটির সামনের অংশ দুমড়ে মুছরে যায়, লরির সহচালক মঙ্গলহরি জমাতিয়া, গুরুতর ভাবে আহত হয়৷ একটি লরি অপর একটি লরিকে ধাক্কা দেওয়ায় বিকট আওয়াজ হয়৷ আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা ছুটে এসে৷ আহত ব্যক্তিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরন হয়েছে৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থলান্তর করা হয়৷ ঘটনাস্থল তেলিয়ামুড়া থানার কাছাকাছি হওয়া সত্ত্বেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আশায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
প্রত্যেক্ষদর্শী এক যুবক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ স্থানীয় জনগনের অভিযোগ, তেলিয়ামুড়া শহর এলাকার ব্যস্ততম জায়গাতেও, যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়৷ এর ফলে জনগনের থানা সমস্যা হচ্ছে৷ এমনকি প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ অবিলম্বে রাস্তার পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা বন্ধ করার দাবি উঠেছে৷