![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করল এক যুবক৷ তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে৷ অপর একটি ঘটনায় শিশুকণ্যাকে বাড়িতে ঢুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে৷
দক্ষিণ দেলার বিলোনীয় থানার অধূন বনকর তালুকদার পাড়া থেকে এক কিশোরীকে অপরহরণ করে নিয়ে গিয়েছিল এক যুবক৷ তার নাম রাকেশ দেবনাথ৷ বয়স চবিবশ৷ ঘটনাটি ঘটেছিল ২১ আস্ট৷ ষোল বছরের ওই কিশোরীর সাথে রাকেশের প্রণয়ের সম্পর্ক ছিল৷ সেই সুবাদে কিশোরীকে বিয়ে করার লক্ষ্যে জোর করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় ধর্মনগরে৷ সেখানে একটি কালী মন্দিরে তারা বিয়ে করে এবং একটি হোটেলে তারা দুইদিন অবস্থান করে৷
এদিকে রাকেশের পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে তাদের বনকরে ফিরিয়ে নিয়ে আসে৷ দুটি পরিবারের তরফ থেকে তাদের এই বিয়ে মেনে নিতে নারাজ৷ এদিকে, ওই কিশোরীর পরিবারের তরফ থেকে বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল অপহরণের৷ সেই সোমাবেক পুলিশ রাকেশের বাড়িতে যায় এবং ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয় ডাক্তারী পরীক্ষার পর৷ এদিকে, পুলিশ আসার আগেই বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয় রাকেশ দেবনাথ৷
অন্যদিকে, নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে চবিবশ বছরের এক যুবককে৷ ঘটনাটি ঘটেছে বক্সনগর থানার অধীন পুটিয়া গ্রামে৷ অভিযুক্ত যুবকের নাম ফেরদৌস মিয়া ওরফে রুবেল৷ জানা গিয়েছে রুবেল ওই শিশুর বাড়িতে গিয়েছিল এবং ধর্ষণ করে৷ শিশুর চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে রুবেলকে আটক করে৷ জানা গিয়েছে রুবেল ছয়মাস আগে বিয়ে করেছে৷ পরে ধর্ষিতা শিশুর পরিবারের তরফ থেকে বক্সনগর থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ মামলা নিয়ে ফেরদৌস মিয়া ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে৷