অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পঞ্চদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পঞ্চদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন রবিবার যক্ষা নিবারনী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানীক উদ্বোধন করেন রাজর্ষ মন্ত্রী এনসি দেববর্মা৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিব্যাঙ্গনদের স্বার্থ সংশ্লিষ্ঠ দাবিগুলি রূপায়নের জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেছেন৷ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পঞ্চদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে সংগঠনের ২৬ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ দাবিসনদ সম্মেলনের উদ্বোধক রাজ্যের রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার হাতে তুলে দেওয়া হয়৷ অবিলম্বে ঐসব দাবি পূরনের জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়৷ সম্মেলনের উদ্বোধন করে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা এইসব দাবির যৌক্তিকতা স্বীকার করেন৷ তিনি বলেন, রাজ্যসরকারের এক্তিয়ারভুক্ত দাবিগুলি পুরণের জন্য রাজ্যসরকার আন্তরিকভাবে প্রয়াস নেবে৷ যেসব দাবি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত সেগুলি পুরণের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে৷ দিব্যাঙ্গনদের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাজ্য সরকার অবগত রয়েছে বলেও মন্ত্রী শ্রী দেববর্মা উল্লেখ করেন৷

বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অর্জনের লক্ষ্যে কাজ করে চলেছে৷ এক্ষেত্রে দিব্যাঙ্গনদের বাদ দিয়ে সার্বিক উন্নয়নের কথা কোন ভাবেই চিন্তা করা যায়না৷ সকল শ্রেণির মানুষের উন্নয়নের মধ্য দিয়েই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব বলেই তিনি উল্লেখ করেন৷ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সরকারী ছুটি ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন৷ পূর্ববর্তী সরকারের আমলেও বিশ্ব প্রতিবন্ধী দিবসে সরকারি ছুটি ছিল বলে জানান তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *