অরুণ জেটলির প্রয়াণে বিজেপি কার্যালয়ে শোক জ্ঞাপন, স্থগিত সমস্ত দলীয় কার্যসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা শোক জ্ঞাপন করেছেন৷ দলের প্রদেশ মুখ্য কার্যালয়ে আজ তাঁর স্মৃতিতে দুই মিনিট নীরবতা পালন করেন তাঁরা৷ প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক জানান, দেশ আজ প্রকৃত দেশপ্রেমিক এবং বিশিষ্ট অর্থনীতিবিদকে হারিয়েছে৷ তাঁর প্রয়াণে রাষ্ট্র এবং দলের অপূরণীয় ক্ষতি হয়েছে৷ প্রতিমা ভৌমিক জানান, তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে আগামী তিনদিন দলীয় পতাকা অর্ধনর্মিত থাকবে৷ তাছাড়া দলীয় সমস্ত কার্যসূচি স্থগিত করা হয়েছে৷


এদিন প্রদেশ বিজেপি কোর কমিটির সদস্য তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইনজীবি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আজ আমরা হারিয়েছি৷ দীর্ঘ রোগভোগের পর দিল্লির এইমসহাসপাতালে শনিবার দুপুরে তিনি প্রয়াত হয়েছেন৷ তাঁর প্রয়াণে রতনলাল নাথ দুঃখ প্রকাশ করেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান৷ নাথ বলেন, দেশের অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় অরুণ জেটলি পারদর্শিতার ছাপ রেখেছেন৷
রতনলাল নাথের কথায়, দেশের অর্থনীতির স্থিতিশীলতায় তাঁর অবদান অনস্বীকার্য৷ সাথে যোগ করেন, তিনি সর্বক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়েছেন৷ রতনবাবু দুঃখ প্রকাশ করে বলেন, আমরা আজ প্রকৃত দেশপ্রেমী ও একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে হারিয়েছি৷ তাই, আজ দলীয় অফিসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সমবেত হয়েছি৷


বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, এবিভিপি থেকে অরুণ জেটলির রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে৷ দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন৷ তাঁর প্রয়াণে দেশ এবং দলের অপূরণীয় ক্ষতি হয়েছে৷ তিনি বলেন, প্রদেশ কার্যালয়ে প্রয়াত অরুণ জেটলির স্মরণে শ্রদ্ধালি জানাতে আমরা সমবেত হয়েছি৷ আজ আমরা তাঁর প্রয়াণে দুই মিনিট নীরবতা পালন করেছি৷ তাছাড়া, দলীয় পতাকা আগামী তিনদিন অর্ধনর্মিত রাখা হবে এবং দলের সমস্ত কার্যসূচি স্থগিত করা হয়েছে৷


এদিকে, দীর্ঘ অসুস্থতার পর প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রয়াত হয়েছেন শনিবার৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
শনিবার এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ভীষণ দুঃখজনক খবর পেয়েছি৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে খুবই মর্মাহত এবং কথা বলার শক্তি হারিয়েছি৷ তাঁর অবদান গোটা দেশ এবং দল আজীবন স্মরণ করবে৷ তাঁর অভাব আমরা সর্বদা অনুভব করব৷
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷ নয়াদিল্লির এইমস হাসপাতালে গত ৯ আগস্ট থেকে চিকিৎসা চলছিল তাঁর৷ দীর্ঘ অসুস্থতার পর শনিবার ১২টা বেজে ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ বিজেপি নেতা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর৷


দেশের প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রাজ্যে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়েই তিনি জানতে পারেন যে, প্রয়াত হয়েছেন দলের অন্যতম বরিষ্ঠ নেতা অরুণ জেটলী৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হন মুখ্যমন্ত্রী৷ বিকেলের বিমানে সরাসরি তিনি চলে যান দিল্লি৷ সেখানে গিয়ে প্রয়াত অরুন জেটলিকে শেষ শ্রদ্ধা জানান বিপ্লব কুমার দেব৷ এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে মীডিয়া ত সোশ্যাশ
ল মীডিয়ায় গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বলেছেন জাতীয় রাজনীতিতে, এ এক নক্ষত্র পতন৷ মুখ্যমন্ত্রী বলেন অরুণ জেটলি ছিলেন একজন বিচক্ষণ ও সুদক্ষ রাজনীতিবিদ৷রাজনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করেছেন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তিনি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে এক নতুন দিশা দেখিয়েছেন৷ তাঁর সুযোগ্য নেতৃত্বে নোট বন্দি এবং জিএসটি’’র মত সময়োপযোগী সিদ্ধান্ত কার্যকর হয়েছে৷ ত্রিপুরাকে স্বয়ম্ভর করে তোলার যে লক্ষ্য রাজ্য সরকারের রয়েছে, এর সঙ্গে রয়েছে প্রয়াত জেটলিজির সহযোগিতা, অনুপ্রেরণা ও শুভেচ্ছা৷ তাঁর মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি৷ মুখ্যমন্ত্রী শ্রী দেব প্রয়াত জেটলীর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *