সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন পি চিদম্বরম, ২৬ আগস্ট পর‌্যন্ত গ্রেফতার করতে পারবে না ইডি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে কিছুটা হলেও স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| আইএনএক্স মিডিয়া মামলায় আগামী ২৬ আগস্ট পর্যন্ত পি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আগামী সোমবার পর্যন্ত পি চিদম্বরমকে ‘রক্ষাকবচ’ প্রদান করেছে সুপ্রিম কোর্ট| ওই দিনই ইডি-র দায়ের করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে|

অন্যদিকে, সুপ্রিম কোর্টে এ দিন পিছোল পালানিয়াপ্পন চিদম্বরমের আবেদনের শুনানি| শুক্রবার (২৩ আগস্ট) নয়, আগামী ২৬ আগস্ট (সোমবার) সিবিআই-এর মামলায় (আইএনএক্স মিডিয়া মামল) দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিদম্বরমের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে| অর্থাত্, আগামী সোমবার সিবিআই ও ইডি-র মামলায় চিদম্বরমের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে|

উল্লেখ্য, আপাতত সিবিআই-এর হেফাজতে রয়েছেন পি চিদম্বরম| আগামী ২৬ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরম| তবে, এই সময়ের মধ্যে আইনজীবী এবং পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন| কিন্তু, সারা দিনে মাত্র ৩০ মিনিটের জন্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *