BRAKING NEWS

পৃথক স্থানে মাদক উদ্ধার, ধৃত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ ত্রিপুরায় পৃথক পৃথক স্থানে নেশা বিরোধী অভিযানে ব্রাউন সুগার, গাঁজা এবং অবৈধ মজুত কেরোসিন উদ্ধার হয়েছে৷ শুধু তা-ই নয়, ওই অভিযানে পুলিশ পাঁচজনকে আটকও করেছে৷ বৃহস্পতিবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় তিনটি স্থানে অভিযান চালিয়ে ৩০ গ্রাম ব্রাউন সুগার এবং অবৈধ মজুত ৭৫০ লিটার কেরোসিন উদ্ধার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ওই অভিযানে ছিলেন খাদ্য দফতরের আধিকারিকরাও৷

অভিযানকারী জনৈক পুলিশ আধিকারিক জানান, আজ দুপুরে তেলিয়ামুড়ায় তিনটি স্থানে অভিযান চালানো হয়েছে৷ তাতে ব্রাউন সুগার-সহ সৌরভ রায়, তারা মিয়াঁ এবং অম্বরিশ বণিককে আটক করে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে৷

এদিকে, অসম-আগরতলা জাতীয় সড়কে পানিসাগর মহকুমার পানিটিলা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ এদিন, পানিসাগরের এসডিপিও এবং পানিসাগর থানার পুলিশ পানিটিলা এলাকায় এনএল ০১ কে ৬৩৬৪ নম্বরের ট্রাকে তালাশি চালিয়ে ওই গাঁজাগুলি উদ্ধার করেছেন৷ পুলিশ জানিয়েছে, ট্রাক চালক কিশোর দেববর্মা এবং ট্রাক মালিক সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধেও এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ আরও জানিয়েছে, ওই গাড়িটি বিশালগড় থেকে করিমগঞ্জের (অসম) উদ্দেশে যাচ্ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *