নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ রাজ্যে উগ্রপন্থী তৎপরতায় বাস্তুচ্যুত তিন সহস্রাধিক পরিবার ছয় দফা দাবি তুলে ধরে সহায়তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক পুজন কুমার ভট্টাচার্য বলেন, উগ্রপন্থী তৎপরতায় ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তুর মতো জীবনযাপন করছি৷ ১৯৯৮-৯৯ সালে বাস্তুচ্যুত হয়েছিলাম৷ দীর্ঘ সময় পেরিয়ে গেছে, আজও কোনও সরকারি সহায়তা মিলেনি৷ তাই, বর্তমান সরকার আমাদের দাবি সহানুভূতির সাথে বিবেচনা করবে বলে আশাবাদী, বলেন তিনি৷
এদিন তিনি বলেন, ওই সময় ত্রিপুরায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাঙালি পরিবারগুলি বাস্তুচ্যুত হয়েছিল৷ তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার সুবিধামতো আশ্রয় নিয়ে কোনওরকম জীবনযাপন করছেন৷ তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘকাল ধরে ত্রিপুরা সরকার ও শাসকদলীয় নেতৃবৃন্দের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি৷ কিন্তু কোনও সাড়া মিলেনি৷
পুজন কুমার বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত বিভিন্নভাবে সরকারের সাথে উদ্বাস্তুদের সাহায্যের জন্য আলোচনা করা হয়েছে৷ কিন্তু, সহায়তায় এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকারের কাছে উদ্বাস্তু পরিবারগুলিকে ইন্দিরা আবাস যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদানের দাবি জানানো হয়েছে৷ তাছাড়া, ভূমিহীনদের ভূমির বন্দোবস্ত, প্রত্যেক উদ্বাস্তু পরিবারে কাজের ব্যবস্থা, প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান, সরকারি সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এবং উদ্বাস্তু পরিবারের ফেলে আসা জোত জমিগুলি সরকার অধিগ্রহণ করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে৷ আজ ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটি আবারও ওই দাবিগুলি তুলে ধরে সহায়তার জন্য ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷
পূজনবাবু বলেন, বর্তমান সরকার তাঁদের দাবিগুলি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তাঁরা আশাবাদী৷ তিনি জানান, গত ১৬ আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছেও ওই দাবিগুলি পেশ করা হয়েছে৷