![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter.jpg)
হায়দরাবাদ, ২১ আগস্ট (হি.স.) : মাওবাদী দমনে সাফল্য। তেলেঙ্গানার ভাদ্রাদৃ কোথাগুদেম জেলায় পুলিশের গুলিতে নিকেশ হয়েছে এক মাওবাদী।
বুধবার জেলা পুলিশ সুপার সুনীল দত্ত জানিয়েছেন, গোপন সূত্র থেকে জেলা পুলিশের কাছে খবর আসে যে মাওবাদীদের দুই শীর্ষ কম্যান্ডার রবি এবং সুধীর জেলায় ঢুকেছে। মানুগুরুর গভীর জঙ্গলে ওই দুই মাওবাদীর লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। এছাড়াও ইলানডু এবং খাম্মানে মাওবাদীদের উপস্থিতির খবর আসে পুলিশের কাছে। সেই সূত্র ধরে কোথাকোয়া গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শুরু হয় দুই তরফের মধ্যে তুমুল গুলির লড়াই। সংঘর্ষে নিকেশ হয় এক মাওবাদী। অল্পের জন্য পুলিশের হাত থেকে রক্ষা পায় রবি এবং সুধীর। নিহত মাওবাদী পাশ থেকে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় হাসপাতালে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই মাওবাদী কম্যান্ডারকে ধরার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।