![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/P-Chidambaram.jpg)
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদাম্বরমকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত। আগামী ২৬ অগস্ট পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে থাকবেন চিদাম্বরম। এদিন সিবিআই-এর বিশেষ বিচারপতি অজয় কুমার কুহার ২৬ আগস্ট পর্যন্ত চিদম্বরমকে সিবিআই-এর হেফাজতের নির্দেশ দেয়। চিদম্বরমের গ্রেফতারি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, নির্লজ্জ ভাবে ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসা চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। দল হিসেবে কংগ্রেস চিদম্বরমের পাশে থাকবে।
অন্যদিকে, পি চিদম্বরমের গ্রেফতারিতে বিজেপির কোনও হাত নেই কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে দিয়ে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। দোষীসাব্যস্ত হলে শাস্তি পাবেন চিদম্বরম। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। পাশাপাশি কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে দিয়ে গিরিরাজ সিং পাল্টা জানিয়েছেন, বহুকাল আগে জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সিবিআই এবং ইডি নিজেদের কর্তব্য পালন করেছে। চিদম্বরমের গ্রেফতার হওয়ার প্রসঙ্গে এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। অন্যদিকে আদালতে দাঁড়িয়ে পি চিদম্বরম দাবি করেন, বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। পাশাপাশি তদন্তের কাজে অসহযোগিতা করার সিবিআই-এর অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।
২৬ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম | আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমকে বৃহস্পতিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে তোলা হয় | সিবিআই আদালতের বিচারক অজয় কুমারের এজলাসে চলে শুনানি| চিদম্বরমের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, বিবেক তনখা ও অভিষেক মনু সিঙ্ঘ | এদিন সওয়াল-জবাব শেষে বিচারপতি তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠান | আগামী সোমবার ফের তাঁকে আদলতে পেশ করা হবে | এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পি চিদম্বরমে স্ত্রী নলিনী চিদম্বরম ও ছেলে কার্তি চিদম্বরম|
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের পাশেই দাঁড়াল কংগ্রেস। সিবিআই-এর হাতে চিদম্বরমের গ্রেফতারিকে নির্লজ্জ ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, নির্লজ্জ ভাবে ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসা চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। দল হিসেবে কংগ্রেস চিদম্বরমের পাশে থাকবে। পাশাপাশি সুরজেওয়ালার বিশ্বাস দেশের বিচারব্যবস্থায় ন্যা্য্য বিচার পাবেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আইএনএক্স মিডিয়া মামলায় চিদমম্বরম এবং তাঁর পরিবারের সদস্যরা যে কোনও ভাবে জড়িত নয় তা দাবি করে এদিন সুরজেওয়ালা বলেন, এফআইআর-এর ফাইলেও চিদম্বরমের বিরুদ্ধে কোনও অভিযোগের উল্লেখ নেই।
বুধবার রাতে চিদম্বরমের গ্রেফতারিকে যে কংগ্রেস ভাল ভাবে নিচ্ছে না তা মনে করিয়ে দিয়ে সুরজেওয়ালা বলেন, বিগত দুইদিন ধরে প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যার সাক্ষী গোটা দেশ। দেশের আইনকে নতজানু করে সিবিআই এবং ইডির মতো সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়েছে। বেছে বেছে প্রতিহিংসাপরায়ণ হয়ে বিদ্বেষমূলক ভাবে পি চিদম্বরমকে নিগৃহীত করা হয়েছে তাতে রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট বোঝা যাচ্ছে। যে সকল সরকারি আধিকারিকরা নিজেদের রাজনৈতিক প্রভুদের তোষণ করে চলেছে তারা অন্তত একবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলুক যে চিদম্বরমের বিরুদ্ধে কোনও প্রকার অভিযোগের কোনও প্রমাণ নেই।
পি চিদম্বরমের গ্রেফতারিতে বিজেপির কোনও হাত নেই কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে দিয়ে বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।
এদিন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেছিলেন, নির্লজ্জ ভাবে ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসা চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। দল হিসেবে কংগ্রেস চিদম্বরমের পাশে থাকবে। পাশাপাশি সুরজেওয়ালার বিশ্বাস দেশের বিচারব্যবস্থায় ন্যা্য্য বিচার পাবেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের এমন দাবিকে নস্যাৎ করে দিয়ে জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, আইন নিজের পথে চলবে। আইন মেনেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি এবং সরকারের এতে কোনও হাত নেই। সরকার নয় আদালতই সিদ্ধান্ত নেয় দুর্নীতিগ্রস্ত লোকেদের কোথায় রাখা হবে।
দোষীসাব্যস্ত হলে শাস্তি পাবেন চিদম্বরম। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। পাশাপাশি কংগ্রেসের দাবিকে নস্যাৎ করে দিয়ে গিরিরাজ সিং পাল্টা জানিয়েছেন, বহুকাল আগে জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।
কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গতকাল গোটা দেশ দেখেছে ২৫ ঘন্টার জন্য ফেরার ছিলেন চিদম্বরম। নিজেকে যদি তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে আখ্যা তবে কেন তিনি সেই সময় বেপাত্তা ছিলেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে দেশের আইন মেনে চলা উচিত ছিল তাঁর।
সিবিআই এবং ইডি নিজেদের কর্তব্য পালন করেছে। চিদম্বরমের গ্রেফতার হওয়ার প্রসঙ্গে এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য।
বৃহস্পতিবার কেশব প্রসাদ মৌর্য্য জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জামিনে মুক্ত ছিলেন চিদম্বরম। হাইকোর্টে তাঁর অন্তবর্তী জামিনের আর্জি খারিজ হয়ে যায়। দ্রুত শুনানির জন্য চিদম্বরমের আর্জি খারিজও করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই সিবিআই এবং ইডি পরবর্তী পদক্ষেপ হিসেবে নিজেদের কর্তব্য পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত ভারত গড়ার জন্য কাজ করে চলেছে। তদন্তকারী সংস্থা যখন কোনও বিষয়ে তদন্ত করে নিজেদের কাজ করে চলে তখন জনগণের উচিত সেটাকে সমর্থন করা। কংগ্রেস দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। এখন তাদের কুকীর্তি প্রকাশ্যে আসছে। যারা দুর্নীতিতে যুক্ত নন, তাদের ভয় পাওয়ার কিছু নেই।
আদালতে দাঁড়িয়ে পি চিদম্বরম জানিয়েছেন, জেরায় প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তারা জিজ্ঞাসা করেছিল আমার কি বিদেশে ব্যাঙ্ক রয়েছে তার উত্তরে আমি জানিয়েছিলাম না। আমার ছেলের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে কিনা জিজ্ঞাসায় বলেছিলাম হ্যাঁ।
এদিন আদালতের বিচার প্রক্রিয়া চলার সময় বক্তব্য রাখতে চান চিদম্বরম। কিন্তু তাতে আপত্তি তোলে সলিসিটার জেনারেল তুষার মেহেতা। চিদম্বরম পক্ষে আইনজীবী আদালতকে বলেন তদন্ত প্রক্রিয়া সমস্ত রকমের সাহায্য করেছে।