এবার নিকোবর দ্বীপপুঞ্জে ৪.৬ ম্যাগনিটিউড তীব্রতায় ভূমিকম্প

নিকোবর, ২১ আগস্ট (হি.স.) : এবার নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন৷ বুধবার ৪.৬ ম্যাগনিটিউড তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয়৷ ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বুধবার ২.৪৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়৷ তবে এই কম্পনে আতঙ্কের সৃষ্টি হলেও কোনও ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি৷

প্রায় এক মাস আগে, ২৫জুলাই গভীর রাতে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চম্বা অঞ্চল। রাত ১২টা ৪৭ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটেনি বলে জানা যায়৷ জুলাই মাসেই বেশ কয়েক জায়গায় ভমিকম্প হয়৷ বিশেষ করে মহারাষ্ট্রে৷ গত ২০ জুলাই সকাল ৯.১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানা যায়৷ রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়ে ৩.৪ ম্যাগনিটিউড৷ খুব জোরালো না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

তার ঠিক আগের দিন অর্থাৎ ১৯ জুলাই, ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলা। কম্পন অনুভূত হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। জানা যায়, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পনে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে কার্যত একটা হুলস্থুল বেঁধে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *