জনসংখ্যায় লাগাম দেওয়ার আর্জি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের

কলকাতা, ২০ আগস্ট (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে জনসংখ্যায় লাগাম দেওয়ার আর্জি জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আঠাওয়ালে| মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আলোচনায় তিনি এই মন্তব্য করেন|

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে মোদী জানিয়েছেন, জনবিস্ফোরণে লাগাম টানতে সবথেকে বেশি যা প্রয়োজন, তা হল জনসচেতনতা। ক্রমাগত জনবিস্ফোরণের ফলে কেবলমাত্র এই প্রজন্মই নয়, ভবিষ্যত প্রজন্মও নানান সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন তিনি। আর সেইকারণেই সন্তানের জন্ম দেওয়ার আগে অভিভাবকদের ভাবা উচিত, সেই সন্তানকে সুষ্ঠু ভবিষ্যত তাঁরা প্রদান করতে পারবেন কিনা।

চিনকে অনুসরণ করে ভারতে এক সময়ে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রোগ্রাম শুরু হয়েছিল, ভারত কিন্তু সেভাবে কার্যকর করে উঠতে পারেনি। প্রধানমন্ত্রীর চেয়ে এক ধাপ এগিয়ে এদিন আঠাওয়ালে চিনের উদাহরণ এনে বলেন, “এ দেশের প্রতিটি পরিবারকে একটি সন্তানের পরিবার বলে সাব্যস্ত করা উচিত| তবে, কেবল আইন করে হবে না, সকলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে|”

দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার মোহন ভাগবত বলেন, অনেকেই সংরক্ষণের পক্ষে সওয়াল করেন, আবার অনেকেই মনে করেন সংরক্ষণ তুলে দেওয়া উচিত। সংরক্ষণের পক্ষ ও বিপক্ষ, উভয়েরই মতামত জরুরি বলে মন্তব্য করেন আরএসএস প্রধান। তাঁর মতে, সংরক্ষণের যাঁরা পক্ষে এবং যাঁরা বিপক্ষে, উভয়কে নিয়ে আলোচনা প্রয়োজন। আরএসএস প্রধানের এমন মন্তব্যের পরেই শোরগোল শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এ প্রসঙ্গে প্রশ্ন করলে এদিন আঠাওয়ালে বলেন, “আমি এ ব্যাপারে সহমত নই| মোদীজী তো ভীষন ন্যায়বিচার মেনে চলেন| উনিও উচ্চ শ্রেনীর জন্য সংরক্ষণ করেছেন| সংরক্ষণ পুর্নবিবেচনার দরকার নেই|”

পশ্চিমবঙ্গের তৃণমূল রাজত্বের অবসান চেয়ে এদিন আঠাওয়ালে বলেন, “এ রাজ্যে এনডিএ ক্ষমতায় এলে উন্নয়নের কাজে আরও গতি আসবে| বাংলায় সামাজিক ন্যায়বিচারের আরও ভাল পটভূমি তৈরির জন্য রাজ্যের রাজনৈতিক পালাবদল দরকার|” মমতা বামেদের কোনঠাসা করেছিলেন| আমাদের লক্ষ্য মমতাকে কোনঠাসা করা|” ইভিএম নিয়ে মমতার প্রতিবাদ-আন্দোলন এবং ব্যালটে ফিরে আসার দাবিকে কটাক্ষ করে আঠাওয়ালে বলেন, “মমতাকে শান্ত থাকে হবে মোদীজী ব্যালটে ভোটে জিতলে মমতা তখন  অন্য যুক্তি দেখিয়ে ওই জয়কে নস্যাৎ করার চেষ্টা করবেন|”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *