ই-রেশনিং ব্যবস্থা, দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ আগস্ট৷৷ রেশনসপ ডিলারদের ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই রাজ্যে ই-রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ তাতে রেশন ব্যবস্থায় দুর্নীতি রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতনলাল নাথ৷ সোমবার মোহনপুর সাংসৃকতিক হল ঘরে ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির মোহনপুর মহকুমা ভিত্তিক প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক রতনলাল নাথ৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাথ বলেন, বর্তমান সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে৷ সে জন্যই ই-রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ এই ব্যবস্থায় সঠিক ভোক্তারাই রেশন সংগ্রহ করতে পারবেন৷ তিনি বলেন, এই ব্যবস্থা চালুর ফলে বামফ্রন্ট সরকারের আমলের ৬২ হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল হয়ে গেছে৷ এইসব রেশন কার্ডের মাধ্যমে তারা অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করত৷ এই ভুয়া রেশন কার্ডগুলি ই-রেশনিং ব্যবস্থার দৌলতে বাতিল হয়ে গেছে৷ এই ব্যবস্থা বাতিল হওয়ার ফলে রাজ্যের প্রকৃত ভোক্তারা লাভবান হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন৷ বাম আমলে ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন সামগ্রী হাফিজ করে রেশনসপ ডিলারদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে৷

ডিলাররা চোর নয় বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ বর্তমান সরকার রেশন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ নতুন সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রেশনের মাধ্যমে মশুর ডাল এবং চিনি ভর্তুকিমূল্যে সরবরাহ করার ব্যবস্থা করেছে৷ এইসব ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির মোহনপুর মহকুমা ভিত্তিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস সহ সংগঠনের বরিষ্ঠ নেতৃবৃন্দ৷ শতাধিক রেশনসপ ডিলার সম্মেলনে অংশগ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *