শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া দিতে এনজিও নিয়োগ করতে চলছে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজ্যের ছেলেমেয়েদের বর্তমান যুগের তথা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য রাজ্য সরকার দেশের কুড়িটি প্রতিষ্ঠিত এনজিও নির্বাচন করতে চলেছে৷ এর জন্য রাজ্য সরকার একটি সিলেকশন কমিটি গঠন করেছে৷ এই কমিটি গঠন করা হয়েছে শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা, উচ্চ প্রাথমিক বিভাগের অধিকর্তা, উচ্চ শিক্ষা বিভাগের অধিকর্তা এবং এসসিইআরটির অধিকর্তাকে নিয়ে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহাকরণে সাংবাদিকদের এই খবর দিয়ে বলেন, এই সিলেকশন কমিটি দেশের প্রতিষ্ঠিত এনজিওগুলির মধ্যে কুড়িটি এনজিও বাছাই করবে এবং তাদের দয়িত্ব দেওয়া হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্যের ছেলেমেয়েদের৷ তাতে করে রাজ্যের শিক্ষার সার্বিক পরিবর্তন করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রীর দাবি৷


তিনি আরও বলেন, ওই এনজিওগুলির সাথে দুই বছরের জন্য মৌ স্বাক্ষরিত হবে৷ এক্ষেত্রে শর্তাবলি হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের বিভিন্ন সুকলের কমপক্ষে ৫০০০ ছেলেমেয়েকে বিশেষ পদ্ধতিতে ক্লাস করানোর পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন৷ একটি আনুমানিক ব্যয় হিসেবে ধরা হয়েছে বছরে এই খাতে ৬৭.২৫ লক্ষ টাকা খরচ হবে রাজ্য সরকারের৷ তাতে বিমান ভাড়া, থাকা খাওয়ার বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকবে৷


শিক্ষামন্ত্রী জানান, গত ১৬ মাসের নতুন সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে৷ তাতে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা সর্বোতভাবে সহায়তা করে চলেছেন৷ কিন্তু, তারপরও আশানুরূপ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যা জাতীয় স্তরের মানের হতে পারে রাজ্যের সুকলগুলির পঠন পাঠন৷ তিনি জানান, ওই এনজিওগুলি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা করবে৷ তাছাড়া শ্রেণীকক্ষের ভেতরেও ওই এনজিওগুলির কর্মীরা কাজ করবেন৷ গ্রন্থাগার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে ওই এনজিওগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *