![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/12/Ratan-Lal-Nath.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য পথ খঁুজে বের করার চেষ্টা চলছে৷ কারণ, আইন বিরুদ্ধ এমন কোন পদক্ষেপ নেবে না ত্রিপুরা সরকার৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের সম্পর্কে এ-কথা সাফ জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ফলে, চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে জটিলতা সহসা মিটবে বলে মনে হচ্ছে না৷
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের রায়ে অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷ সুপ্রিম কোর্টও এই রায় বহাল রেখেছে৷ তবে, বিদ্যালয় পরিচালনার জন্য ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত চাকুরীচ্যুত শিক্ষকদের এডহক ভিত্তিতে নিয়োগে অনুমতি দিয়েছে৷ বর্তমানে চাকুরীচ্যুত শিক্ষকরা ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে এডহক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন৷
কিন্তু, চাকুরীর নিশ্চিয়তার দাবিতে লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ সম্প্রতি, চাকুরীচ্যুত শিক্ষকরা আগরতলায় বিশাল মিছিল সংগঠিত করেছে৷ চাকুরীর নিশ্চিয়তার পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা৷ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা৷
এ-বিষয়ে আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল৷ কিন্তু, আইনের উদর্ে উঠার ক্ষমতা নেই ত্রিপুরা সরকারের৷ তিনি বলেন, আদালতের রায়কে সরকার সম্মান জানাচ্ছে৷ একইভাবে, তাঁদের ভবিষ্যত নিয়েই সরকার চিন্তিত রয়েছে৷ তাই, শিক্ষা সচিব এবং আইন সচিবকে তাঁদের বিষয়ে ভাববার জন্য বলা হয়েছে৷ তাঁর সাফ কথা, আইনের গন্ডির ভেতরেই চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য পথ খঁুজে বের করার চেষ্টা চলছে৷ ত্রিপুরা সরকার এখনো হাল ছাড়েনি৷ তবে, আইন বিরুদ্ধ এমন কোন পদক্ষেপ নেবে না সরকার৷ তাতে স্পষ্ট, চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে জটিলতার অবসান সহসা হচ্ছে না৷