পারো (ভুটান), ১৭ আগস্ট (হি স) : দ্বিতীয়বারের সফরে ভুটান পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার দুদিনের সফরে ভুটান পৌঁছোলে ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেদেশের প্রধানমন্ত্রী লোটে তাশেরিং । পারো আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয় ।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/PM-Narendra-Modi.jpg)
আজ ভুটানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “ভারত-ভুটান সম্পর্ক নয়াদিল্লির ‘প্রতিবেশী প্রথম’ নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ । আমি আত্মবিশ্বাসী যে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উন্নত করবে ।”এই সফরে মোদী ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন । পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন । তাঁর সফরের দ্বিতীয় দিন মোদীর ভুটানের জাতীয় স্মৃতিসৌধ ছর্টনে যাওয়ার কথা রয়েছে । এছাড়া তিনি বৌদ্ধ বিহার তাসিছোডজং-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন । পরে ভুটানের রয়্যাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন ।
সফরকালে দুদেশের মধ্যে ১০টি মউ স্বাক্ষরিত হওয়ার কথা । পাঁচটি প্রকল্পের উদ্বোধনও হবে বলে আশা করা হচ্ছে । তার মধ্যে রয়েছে মঙ্গদেচুতে জলবিদ্যুৎ কেন্দ্র এবং থিম্পুতে ইসরো-নির্মিত আর্থ স্টেশন ।ডোকলাম নিয়ে তীব্র উত্তেজনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষ্যে নিরাপত্তায় মোতায়েন রয়্যাল ভুটান আর্মি ও রয়্যাল পুলিশের বিশেষ দল। অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল পারো। ফলে পর্যটকদের সাময়িক চলাচলে থাকছে কড়াকড়ি। যদিও পূর্ব ঘোষণা অনুসারে, সবাইকে এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছিল। মোদীর সফর ঘিরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা লাগোয়া বিখ্যাত বাণিজ্যপথ ফুন্টশোলিং ও জয়গাঁয় বাণিজ্য বন্ধ থাকছে। পর্যটকদের যাতাযাতেও থাকছে বিধি নিষেধ। ফুন্টশোলিং ভুটানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর।চিন ও ভারতের মাঝে থাকা একচিলতে পার্বত্য ভূখণ্ড তথা ড্রাগনভূমি হল ভুটান। তিনটি দেশের সীমান্তে রয়েছে ডোকলাম মালভূমি। এই এলাকায় চিনা সেনার উপস্থিতি নিয়ে বেজিং ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে আলোড়িত হয়েছিল আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের ধারণা, ভুটান সফরে গিয়ে প্রতিবেশী চিনকে কিছু বার্তা দেবেন মোদী। সেই দিকেই লক্ষ্য রাখা হচ্ছে। এইদিকে লক্ষ্য রাখছে অপর প্রতিবেশী চিন।