মহিলাকে ধর্ষণ দোষীদের গ্রেপ্তারের দাবীতে পুলিশ সদর কার্য্যালয়ে ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ অটোতে চেপে বাড়ি ফেরার পথে মহিলাকে ধর্ষণের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে আজ ত্রিপুরা পুলিশের সদর কার্যালয় ঘেরাও করেছে প্রদেশ মহিলা কংগ্রেস ও যুব কংগ্রেস৷ প্রায় ৪৫ মিনিট ঘেরাও থাকার পর পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন এবং তার পরই তাঁরা ঘেরাও তুলে নেন৷

গত ১৩ আগস্ট রাতে বটতলা থেকে সেকেরকোট যাওয়ার পথে জনৈক মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে৷ তাঁদের মধ্যে একজন ত্রিপুরা পুলিশের কর্মচারী৷ ওই ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ তাই, আজ প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস ত্রিপুরা পুলিশের সদর কার্যালয় ঘেরাও করেছিলেন৷

প্রদেশ যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি শান্তু সাহা বলেন, চারদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ অথচ দোষীদের গ্রেফতার করছে না রাজ্য পুলিশ৷ তাঁর অভিযোগ, পুলিশ কর্মীই ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, তাই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরায় মহিলারা সুরক্ষিত নন৷ ফলে, বাধ্য হয়ে পুলিশ সদর কার্যালয় ঘেরাও করতে হয়েছে৷ তাঁর কথায়, দোষীদের গ্রেফতার করার পরই ঘেরাও তুলে নেওয়া হবে৷

এদিকে, প্রায় ৪৫ মিনিট অতিক্রান্ত হওয়ার পর পশ্চিম জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং তাঁদের আলোচনার জন্য ডাকেন৷ শান্তু সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে ওই ঘটনা নিয়ে আলোচনা করেছেন৷ শেষে শান্তু বলেন, পশ্চিম জেলা পুলিশ সুপার দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই এখন ঘেরাওমুক্ত করা হবে পুলিশ সদর কার্যালয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *