![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Amit-Shah.jpg)
জিন্দ (হরিয়ানা), ১৬ আগস্ট (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি| এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| শুক্রবার হরিয়ানার জিন্দ-এর একলব্য স্টেডিয়ামে ‘আস্থা জনসভা’-য় যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| ‘আস্থা জনসভা’-য় অমিত শাহের বক্তব্যে উঠে এল অনুচ্ছেদ ৩৭০ রদ, চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ বিভিন্ন বিষয়| হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও খতিয়ান তুলে ধরলেন অমিত শাহ| বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন বলেছেন, ‘পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের সময় আমি যখন হরিয়ানায় এসেছিলাম, তখন ৪২টি আসন নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল| এবার আমি আবারও এসেছি, আপনাদের কাছে আহ্বাণ করছি এবার ৭৫টি আসনে বিজেপি সরকার তৈরি করুন| দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় হরিয়ানায় পুনরায় সরকার গড়তে চলেছে বিজেপি|’
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল অখণ্ড ভারত, সেই স্বপ্নের পথে প্রধান বাধা ছিল অনুচ্ছেদ ৩৭০| জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতা ছিল, ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর তার অবসান হয়েছে| মোদীজীর নেতৃত্বে এবার উন্নয়নের পথে অগ্রসর হবে জম্মু, কাশ্মীর এবং লাদাখ|’ অমিত শাহ আরও বলেছেন, ভোট ব্যাঙ্ক রাজনীতির স্বার্থে ৭০ বছরেও যে কাজ করতে পারেনি কংগ্রেস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ দিনে তা করে দেখিয়েছেন| অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা বিরাট বড় কাজ, এই কাজ তাঁদের পক্ষেই করা সম্ভব যাঁদের মধ্যে ভোট ব্যাঙ্কের লোভ থাকে না| মোদীজী কখনই ভোট ব্যাঙ্কের লোভে পড়েননি, তিনি সর্বদাই ভারত মাতার ভালোর জন্য সিদ্ধান্ত নেন|’
চিফ অফ ডিফেন্স স্টাফ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, ‘স্বাধীনতা দিবসে চিফ অফ ডিফেন্স স্টাফের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজী| বহু বছর ধরে এই পদের জন্য সুপারিশ করা হয়েছিল, তবে ঘোষণা করা হয়নি| এই পদের ফলে যুদ্ধের সময় সেনাবাহিনীর মধ্যে দৃঢ় সমন্বয় থাকবে|’ মনোহর লাল খাট্টার সরকারের ভূয়শী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, ‘প্রতিটি গ্রামে উন্নয়ন পৌঁছেছে, প্রতিটি যোগ্য যুবক জাতপাত এবং দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছে, হরিয়ানার বিজেপি সরকার তা নিশ্চিত করেছে| প্রায় ৫০ হাজার যুবকের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়ার কাজ করেছে মনোহর লাল খাট্টার সরকার|’ এদিনের জনসভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, ‘স্বাধীনতার পর, সেই সময় দেশের ঐক্যসাধন করেছিলেন তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এখন ওই একই কাজ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|’