![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/04/RAPE-copy.jpg)
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷ বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় এক সত্তর বছর বয়সী বৃদ্ধের পাশবিক লালসার শিকার হয় দশ বছরের নাবালিকা৷ বুধবার সন্ধ্যায় প্রতিবেশি রিক্সা চালক নারায়ণ সাহার বাড়িতে টিভি দেখার জন্য নাবালিকা মেয়েটি যায়৷
সুত্রের খবর তবে বাড়িতে তখন আর কেউ ছিল না৷ সেই একাকিত্বের সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ পরে নাবালিকা মেয়েটি বাড়িতে এসে অভিভাবকদের কাছে সব কিছু খুলে বলে৷ তখনই এলাকায় উত্তেজনা শুরু হয়ে যায়৷ খবর পেয়ে এলাকার জনগণ ছুটে এসে অভিযুক্ত রিকশা চালককে গণধোলাই দেয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই রক্তাক্ত করে ফেলে ওই রিকশা চালককে৷ তখন পুলিশের চেষ্টায় কোনক্রমেই ঘটনাস্থল থেকে প্রাণে বাঁচিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত রিকশা চালককে৷
এদিকে ধর্ষিতা নাবালিকার চিকিৎসাও একই হাসপাতালে চলছে বলে খবর৷ তবে সওর বছরের বৃদ্ধকে পুলিশ আটক করেছে৷ বর্তমানে মহকুমা হাসপাতাল থেকে রেফার করে জিবিপি হাসপাতালে পাঠানো হয়৷ প্রচন্ড মারে তার অবস্থা এখন খুবই সংকটাজনক৷ এদিকে রাতে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ মামলা নম্বর ১৯/১৯৷ মামলা হয়েছে আইপিসির ৩৭৬ ২(ক), ৫০৬ এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বনিক, মহিলা থানার ওসি শিউলি দাস সহ বিশাল সংখ্যায় টিএসআর জওয়ান৷ বর্তমানে গোটা পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷