লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, তিন বাহিনীর সমন্বয়ে তৈরি হল চিফ অফ ডিফেন্স স্টাফ

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ৭৩ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানালেন, সুরক্ষা বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়াতে, চিফ অফ ডিফেন্স স্টাফ নামক একটি নতুন সামরিক পদ তৈরি করতে চলেছে সরকার| এই পদে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন| বৃহস্পতিবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ‘আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব|সেনাবাহিনীর প্রতিটি শাখার সমন্বয় আরও দৃঢ় করতে আমি একটি বড় ঘোষণা করছি| ভারতে একজন চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন| এর ফলে আমাদের সেনাবাহিনী আরও কার্যকরী হবে|’

চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন, সরকারের সঙ্গে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান সংযোগকারী অফিসার| তিনটি বিভাগের ক্ষেত্রেই সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে তাঁকে| ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পরই এই পদটির গুরুত্ব অনুভূত হয়| ২০১২ সালে নরেশ চন্দ্র টাস্ক ফোর্স এই পদের স্বপক্ষে জানিয়েছিল, চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটির একজন চেয়ারম্যান প্রয়োজন| চিফ অফ স্টাফ কমিটি সামরিক বাহিনীর তিনটি বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে তৈরি| এই পরামর্শকে মান্যতা দিয়েই চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করল নরেন্দ্র মোদী সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *