![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/IMG_20190812_105305-1024x554.jpg)
নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ আগস্ট৷৷ নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়ন এবং পুলিশ৷ এবার স্থানীয় এক বাড়িতে হানা দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছেন আসাম রাইফেলসের জওযানরা৷ এর সঙ্গে আটক করে হয়েছে শাহিন আহমেদ নামের গৃহকর্তাকে৷
জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার ভোররাতে কদমতলার চার নম্বর ওয়ার্ডে শাহিনদের বাড়িতে তালাশি চালান আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সশস্ত্র জওয়ান৷ তালাশি চালিয়ে শাহিনের ঘরের বাইরে একটি জঙ্গলে লুকিয়ে রাখা একটি ব্যগ ভর্তি ১০০ কৌটা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে বাড়ির মালিককে আটক করেন তাঁরা৷ পুলিশ সূত্রে জানা গেছে, সে সময় শাহিনের বাড়িতে আরও জনা-পাঁচেক ড্রাগস কারবারি ছিল৷ তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷
অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়নের বাঘবাসা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুখরাজ এবং কদমতলা থানার এসআই অপু দাস-সহ অন্য পুলিশ কর্মীরা৷ পুলিশ অফিসার অপু দাস জানান, ঘটনা সম্পর্কে কদমতলা থানায় কেডিএল / পিএস ৪৭/১৯ নম্বরে এনডিপিএস ৮/২২বি ধারায় মামলা রুজু করে ধৃত শাহিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে৷ আজ ধৃতকে ধর্মনগর আদালতে তোলা হয়েছিল৷ আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে৷