বেহাল অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়‌ক মেরমতে আন্ত‌রিক নয় কেন্দ্র, খেদ বিজেপি বিধায়কের

পাথারকান্দি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের পোয়ামারা-চোরাইবা‌ড়ি অংশ সংস্কারে কেন্দ্রীয় সরকার আন্ত‌রিক নয়। খেদের সঙ্গে বলেছেন পাথারকা‌ন্দির বি‌জে‌পি বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পা‌ল। 

স্বদলীয় সরকারের বিরুদ্ধে এ ধরনের খেদোক্তি শুনে অনে‌কে বিস্মিত হলেও নিজের নির্বাচন এলাকার এই জাতীয় সড়ক‌ নি‌য়ে ঘ‌রে বাইরে সমা‌লোচনার মুখে পড়তে হচ্ছে দেখে এ ধরনের অভিযোগ তুলতেই হচ্ছে বিধায়ক কৃষ্ণেন্দুকে। আর এ-জন্য তিনি আমলা‌দের‌ও জবাবদি‌হির কাঠগড়ায় দাঁড় ক‌রিয়েছেন।

বিধায়ক পালের ভাষায়, মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নি‌য়ে কে‌ন্দ্র এবং রা‌জ্যে বি‌জে‌পি সরকার‌কে বসিয়েছিলেন। কারণ নিজের নিজের এলাকার বিকাশ হবে ভেবে। এভাবে গোটা দে‌শের সা‌থে ক‌রিমগঞ্জ জেলারও সা‌র্বিক উন্নয়ন চেয়েছিলেন এখানকার জনতা। এ-ক্ষেত্রে তিনি সরকা‌রের স‌দিচ্ছার অভাবকে কাঠগড়ায় দাঁড় করেছেন। আর এ-জন্য তিনি দোষ ঠেলেছেন সরকারি আমলাদের কোর্টে। বলেছেন, উন্নয়‌নের অন্তরায় সৃ‌ষ্টি ক‌রে চল‌ছেন সরকা‌রি আমলারা। এককথায় শুধু ক‌রিমগঞ্জ নয়, গোটা অসমের সার্বিক উন্নয়নেও খেয়াল নেই দিল্লির।

বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল আক্ষেপ ক‌রে জানান, বরাক উপত্যকার বেহাল সড়ক সংস্কারের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল, অর্থ তথা পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রেরিত স্মারকপত্রেরও কোনও গুরুত্ব আজ পর্যন্ত দেয়‌নি কেন্দ্র। এতে জন‌ক্ষোভ বাড়ছে। বহুদিন থেকে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত খামখেয়ালিপনায় বরাক উপত্যকার সড়কপথের করুণ হাল দি‌নে দি‌নে বেঁ‌ড়েই চল‌ছে। স্বদলীয় সরকারের বিরুদ্ধে এভাবেই গুরুতর অভিযোগ আনলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
তি‌নি বলেন, গত চার-পাঁচ বছর থেকে বরাক উপত্যকার প্রতিটি এলাকায় সড়কের বেহাল দশা বিরাজ কর‌ছে। একই সা‌থে কর্তব্যরত ঠিকাদা‌ররা কিছু কিছু কাজ নামে মাত্র সম্পন্ন কর‌লেও অর্থের অভা‌বে বা‌কি কা‌জে হাত দি‌চ্ছে না বলে অভিযোগ করেছেন। বিধায়ক বলেন, পাথারকা‌ন্দি-সহ গোটা ক‌রিমগঞ্জ জেলার জাতীয় সড়‌কগুলিতে বড় বড় পুকুরের মতো গর্তের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। প্রা‌ণের ঝুঁকি নি‌য়ে জনগণকে চলাচল কর‌তে হ‌চ্ছে ওই সব সড়কপথে। রাজ্য সরকার বহুবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে, কিন্তু নিটফল শূন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *