রাজস্থান থেকে মনোনয়ন জমা দিলেন মনমোহন, উচ্চকক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): উত্তর-পূর্বের রাজ্য অসম থেকে দীর্ঘদিনের জন্য রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| গত জুন মাসেই তাঁর মেয়াদ শেষ হয়েছে| সংসদের উচ্চকক্ষে মনমোহনকে ফের আনতে চাইছে কংগ্রেস| এবার মরুরাজ্য রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মনমোহন সিং| ১৩ আগস্ট, মঙ্গলবার রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মনমোহন সিং| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মনমোহনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলট|

আগামী ২৬ আগস্ট রাজস্থানের একটি রাজ্যসভা আসনে উপ-নির্বাচন হবে| বিজেপি সাংসদ মদন লাল সাইনির মৃত্যুর ফলে উপনির্বাচন অনিবার‌্য হয়ে ওঠে| রাজস্থান এখন কংগ্রেসের দখলে| কোনও বড় ধরনের অন্তর্ঘাত হলে মনমোহনই জিতবেন| প্রসঙ্গত, ১৯৯১ সালে নরসিংহ রাওয়ের সরকারে অর্থমন্ত্রী হয়ে উপনির্বাচনে রাজ্যসভায় জয়ী হয়েছিলেন মনমোহন| তারপর ১৯৯৫  সাল থেকে চারবার ৬ বছরের মেয়াদে অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি| ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজ্যসভার বিরোধী নেতা ছিলেন তিনি| ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *