দিল্লি-লাহোর বাস পরিষেবা বাতিল : সিদ্ধান্ত নিল ডিটিসি

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির ঝটকায় ইতিমধ্যেই দিল্লি-লাহোর বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান| এবার দিল্লি-লাহোর বাস পরিষেবা বাতিল ঘোষণা করল ভারতও| সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)| সোমবার সকাল ছ’টা নাগাদ দিল্লি থেকে লাহোর অভিমুখে রওনা দেওয়ার কথা ছিল দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)-এর বাস| পাকিস্তানের তিক্ত সিদ্ধান্তের কারণে এদিন লাহোর অভিমুখে রওনা দেয়নি দিল্লি-লাহোর বাস|

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তানের সিদ্ধান্তের ফলস্বরূপ, ১২ আগস্ট থেকে দিল্লি থেকে লাহোরে বাস পাঠানো সম্ভব হচ্ছে না|’ প্রসঙ্গত, এর আগে গত শনিবারই পাকিস্তান টু্যরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (পিটিডিসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার থেকে স্থগিত থাকবে দিল্লি-লাহোর বাস পরিষেবা| এবার দিল্লি-লাহোর বাস পরিষেবা স্থগিত রাখল ভারতও|

উল্লেখ্য, ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম চালু হয়েছিল দিল্লি-লাহোর বাস পরিষেবা| ২০০১ সালে সংসদ হামলার পর দু’বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দিল্লি-লাহোর বাস পরিষেবা| পুনরায় চালু হয়েছিল ২০০৩ সালে| দিল্লি গেটের কাছে আম্বেদকর স্টেডিয়াম টার্মিনাল থেকে লাহোর অভিমুখে রওনা দেয় ডিটিসি-র বাস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *