বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় আদিবাসী দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ গোটা দেশের সঙ্গে শুক্রবার রাজ্যেও  নানা সংগঠনের পক্ষ থেকে জাতীয় আদিবাসী দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে শোভা যাত্রা, আলোচনাচক্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ৯ আগস্ট জাতীয়  জনজাতির দিবস৷ বিশ্বের প্রতিটি দেশেই দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে৷ আমাদের রাজ্যেও জনজাতি অংশের মানুষরা দিবসটি পালন করছেন৷ এ উপলক্ষে শুক্রবার অল ত্রিপুরা আর্টিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় এক বর্ণাঢ্য র্যালী সংগঠিত করা হয়৷ র্যালীতে উপজাতি অংশের জনগন তাদের নিজস্ব কৃষ্টি , সংসৃকতি, পোষাক পরিহিত হয়ে শহর পরিক্রমা করেন৷

শুধু রাজধানী আগরতলা শহরেই নয় উত্তর  ত্রিপুরা জেলার কাঞ্চনপুরেও আইপিএফটির উদ্যোগে জনজাতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ আইপিএফটি কাঞ্চনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে গছিরাম পাড়া বাজার শেড ঘরে শুক্রবার দুপুরে এ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত চিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াং, দশদা ব্লকের বিএসির চেয়ারম্যান জিরেন্দ্র রিয়াং ও কবেন্দ্র রিয়াং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রেম কুমার রিয়াং বলেন, জনজাতিদের অস্তিত্ব রক্ষা করতে হলে জাতিগত বৈশিষ্ট, পোষাক পরিচ্ছদ, আহার, কৃষ্ঠি-সংসৃকতিকে বাঁচিয়ে রাখতে হবে ৷ এসব বিষয়ে অগ্রাধিকার না দিলে জনজাতিদের অধিকার চিরতরে হারিয়ে যাবে৷ আত্ম নিয়ন্ত্রনের অধিকার ও জমি রক্ষার অধিকার অক্ষুন্ন রাখতে জনজাতির অংশের জনগনকে ঐক্যবন্ধ হওয়ার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷

এদিকে ত্রিপুরা গণমুক্তি পরিষদের উদ্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করা হয়৷ এ উপলক্ষ্যে আগরতলায় এক ব্যালী সংগঠিত করা হয়৷ র্যালী শেষে জমায়েতে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন, গোটা বিশ্বে ৩৭ কোটি আদিবাসী অংশের মানুষের বসবাস৷ বিশ্বের ৯০টি দেশে জনজাতি অংশের মানুষ বসবাস করেন৷

ভারতে সাড়ে এগারো কোটি আদিবাসী অংশের মানুষ রয়েছেন৷  এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী আরও বলেন আদিবাসীদের ভিন্ন ভিন্ন ভাষা, কৃষ্টি , সংসৃকতি রয়েছে৷ লক্ষ্যণীয় বিষয় হল সভ্যতা যত এগোচ্ছে অন্যান্য অংশের মানুষজনের জীবন যাত্রার মান ততটাই উন্নত হচ্ছে৷ ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, সংসৃকতি প্রভৃতি ক্ষেত্রে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে৷ তাদের সঙ্গে পাল্লা দিয়ে অগ্রসর হতে পারছেনা আদিবাসী অংশের মানুষজন৷ কৃষ্টি, সংসৃকতি, ভাষা ও অর্থনৈতিক দিক দিকে পিছিয়ে পড়ছেন আদিবাসীরা৷

আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় রাষ্ট্র, দেশ ও সমাজ ব্যবস্থাকে সময়উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ অন্যথায় শুধুমাত্র আদিবাসী দিবস পালন করলেই আদিবাসীদের মুক্তির পথ প্রশস্ত হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *