নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগস্ট ৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওই এলাকা৷ আটক ওই ব্যবসায়ীর নাম বিমান দাস৷ বিমান কাণ্ডে নাজেহাল কদমতলা৷ দিনভর রাস্তা অবরোধ, বাজার বন্ধ, অলি গলিতে পুরানো হলো টায়ার৷ কদমতলার পৃথক পৃথক স্থানে রাস্তা অবরোধ, কদমতলা পুলিশ মুর্দাবাদ স্লোগান৷ মাইক যোগে এলাকায় প্রচার৷ পুলিশের বিরুদ্ধে জেহাদ কদমতলা বাজার ব্যবসায়ীর৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/IMG_20190809_131608-1024x576.jpg)
ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা নাগাদ কদমতলা বাজারের ব্যবসায়ী বিমান দাস (২৬) পিতা বিধান দাস, কদমতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাকে গ্রেপ্তার করে কদমতলা থানার পুলিশ৷ বাজার ব্যবসায়ীদের অভিযোগ তাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই চাপানউতোর চলছে৷ কিন্তু পুলিশ যে বাধ্য গোটা বিষয় বিস্তারিত জানার পর উঠে এসেছে যে তথ্য তা হল৷ ২১/৮/২০১৮ সালে চুরাইবাড়ি থানায় একটি ১৩ বছরের নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণের মামলা রুজু হয়৷ মামলায় নির্যাতিতা নাবালিকা আদালতের কাছে জবানবন্দি দিয়েছে৷ আদালতের নির্দেশে নির্যাতিতা নাবালিকা মেয়েটি কদমতলা থানার মহিলা এস আই রিতা দেবনাথ ও বিশাল পুলিশবাহিনীর সম্মুখে খুদ কদমতলা বাজারের বিমান দাসের জুতার দোকানে এসে আসামি শনাক্ত করে৷ এখানে আদালতের নির্দেশ তাই পুলিশের কাছে বড় আদালতের নির্দেশ পালন করা এমনটাই জানালেন কদমতলা থানার ওসি কৃষ্ণ ধন সরকার৷ তিনি আইন হাতে তুলে না দেওয়ার জন্য কদমতলা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান৷ কোন নিরপরাধ যাতে শাস্তি না পায় সেটা
পুলিশের দায়িত্ব বলে জানান ওসি৷ অপরদিকে বাজার ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছে বিমান দাসকে মুক্ত না করলে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ও কদমতলা বাজার বন্ধ চলবে৷ অপরদিকে গ্রেফতার বিমান দাসকে আজ ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ৷গোটা কদমতলা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ দিনভর নাটকের পর বাজার সম্পাদক ও কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেবের মধ্যস্থতায় বাজার খুলে দেওয়া হয়৷ শুক্রবার কদমতলা বাজারের সাপ্তাহিক বাজার৷তাছাড়া সংখ্যালঘু মুসলমানদের ঈদ সামনে সেই কথা মাথায় রেখে আজকে বাজার খুলে দেওয়া হয়৷ তবে বিমান দাস নিরপরাধ তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে বাজার ব্যবসায়ীরা৷অবিলম্বে তাকে মুক্ত না করলে কদমতলায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বাজার কমিটির সেক্রেটারি৷ দিনভর ছিল কদমতলা অশান্ত , ব্যাপক পুলিশ ও টি এস আর মোতায়েন করা হয়েছিল৷
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছিলেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগরের ডিএসপি হেডকোয়ার্টার৷বিমানের পক্ষে ছিল গোটা ব্যবসায়ী থেকে শুরু করে কদমতলার সাধারণ মানুষ৷ তবে আইন চলবে আইনের পথে৷ আদালতের নির্দেশ অমান্য করা চলবে না সেই দিকটা নজর রেখেছিল কদমতলা থানার পুলিশ৷ আদালতের নির্দেশেই কিন্তু ব্যবসায়ী বিমান দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তাছাড়া নাবালিকা মেয়েটি কিন্তু খুদ বিমানকে শনাক্ত করেছিল সেই বিষয়টিও মাথায় রাখতে হবে৷ সব মিলিয়ে দেখার বিষয় এই মামলার মোড় কোন দিকে যায়৷ তবে আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজ করতে হবে এবং কোন নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায় সে দিকটাও খেয়াল রাখতে হবে৷ সবকিছু নির্ভর করবে তথ্য প্রমাণের উপর৷ সব মিলিয়ে বিমান কাণ্ডে দিনভর উত্তপ্ত ছিল কদমতলা৷ অপরদিকে ধৃত বিমান দাসের পরিবারের তরফ থেকে কেমন করে জেলা আদালতে বিইলের আবেদন করলে মাননীয় বিচারক বেইল মঞ্জুর করেন৷